Super Rare: 'ভিনগ্রহীদের মহাকাশযান' বা ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? রহস্যদৃশ্যে মুগ্ধ নেটিজেনরা

Last Updated:

Super Rare: এক খণ্ড মেঘটিকে দেখতে অবিকল ভিনগ্রহীদের মহাকাশযান বা ইউএফও-এর মতো

প্রাকৃতিক বিস্ময়ের সাক্ষী তুরস্কের বার্সা শহর। এক সারি পাহাড়ের নীচে ছড়িয়ে রয়েছে এই শহর। সেখানেই আকাশে দেখা গেল ভিনগ্রহীদের মহাকাশযানের মতো মেঘের খণ্ড। এই মেঘের নাম লেন্টিক্যুলার ক্লাউড। ভৌগোলিক কারণেই এরকম মেঘের জন্ম। দেখতে অপূর্ব সুন্দর এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।
এক খণ্ড মেঘটিকে দেখতে অবিকল ভিনগ্রহীদের মহাকাশযান বা ইউএফও-এর মতো। লেন্টিক্যুলার মেঘের খণ্ড যখন ভেসে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ইউএফও এগিয়ে যাচ্ছে। সূর্যোদয়ের সময় উজ্জ্বল কমলা রঙের ছোঁয়ায় এই মেঘ আরও অপরূপ হয়ে উঠেছে। সামাজিক মাধ্যমে নেটিজেনরা মুগ্ধ ইউএফও রূপী এই মেঘ দেখে।
advertisement
advertisement
আবহবিদদের মতে, পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসা বাতাসে জন্ম নেয় লেন্টিক্যুলার ক্লাউড। মাঝে মাঝেই তাদের চেহারা হয় ফ্লাইং সসার বা ইউএফও-র মতো। দুটির আকৃতিতে এত মিল, যে আজ পর্যন্ত অনেকেই এই ধরনের মেঘ দেখে ইউএফও ভেবে ভুল করেছেন। তবে এই প্রথম যে লেন্টিক্যুলার র্লাউড সামাজিক মাধ্যমে সাড়া ফেলে দিল, তা নয়। এর আগেও অদ্ভুতদর্শন লেন্টিক্যুলার ক্লাউড দেখে অভিভূত হয়েছেন নেটিজেনরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Super Rare: 'ভিনগ্রহীদের মহাকাশযান' বা ইউএফও ঘুরে বেড়াচ্ছে আকাশে? রহস্যদৃশ্যে মুগ্ধ নেটিজেনরা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement