TRENDING:

Amazon Forest: বিমান দুর্ঘটনার ২ সপ্তাহেরও বেশি পরে আমাজনের ঘন জঙ্গল থেকে উদ্ধার ১১ মাসের দুধের শিশু-সহ ৩ খুদে

Last Updated:

Amazon Forest: গত ১ মে বিমান দুর্ঘটনা হয়৷ আমাজনের জঙ্গলে ভেঙে পড়ে এয়ারপ্লেন৷ তিন জন প্রাপ্তবয়স্ক অভিযাত্রী মারা গেলেও প্রাণে বেঁচে যায় শিশুরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোগট : বিমান দুর্ঘটনার দু’ সপ্তাহেরও বেশি সময় পর আমাজনের গভীর জঙ্গল থেকে উদ্ধার ১১ মাসের শিশু-সহ চারটি বাচ্চা৷ কলম্বিয়ার আমাজনের ঘন জঙ্গল থেকে তাদের বার করে আনা হয়৷ এই ঘটনায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন এ হল সারা দেশের আনন্দমুহূর্ত৷ সামাজিক মাধ্যমে এই ঘটনা শেয়ার করেছেন প্রেসিডেন্ট পেত্রো৷ জানিয়েছেন সেনাবাহিনীর চিরুনি তল্লাশির পর বন থেকে উদ্ধার করা হয়েছে শিশুদের৷
তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী
তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী
advertisement

গত ১ মে বিমান দুর্ঘটনা হয়৷ আমাজনের জঙ্গলে ভেঙে পড়ে এয়ারপ্লেন৷ তিন জন প্রাপ্তবয়স্ক অভিযাত্রী মারা গেলেও প্রাণে বেঁচে যায় শিশুরা৷ তাদের সন্ধানে স্নিফার ডগ-সহ চিরুনি তল্লাশি করে সেনাবাহিনী৷

উদ্ধার করা হয়েছে ১৩ বছর, ৯ বছর এবং ৪ বছর বয়সি তিন শিশুকে৷ পাশাপাশি খুঁজে পাওয়া গিয়েছে ১১ মাস বয়সি দুধের শিশুকেও৷ উদ্ধারকারীদের বিশ্বাস, দুর্ঘটনার পর আমাজন জঙ্গলের দক্ষিণে ক্যাকেটা অঞ্চল দিয়ে হাঁটতে থাকে শিশুরা৷ তাদের কোলেই ছিল ১১ মাসের শিশু৷ বুধবার তাদের তৈরি ডালপালার অস্থায়ী আস্তানা ধরা পড়ে সন্ধানকারীদের চোখে৷

advertisement

তাছাড়া জঙ্গলের গাছপালার ডালে এবং অন্যত্র উদ্ধার হয় কাঁচি এবং চুলের ফিতে৷ তখনই সেনাবাহিনী নিশ্চিত হয় ঘন জঙ্গলেই আছে মানুষের উপস্থিতি৷ সন্ধানপর্বে খুঁজে পাওয়া যায় বাচ্চাদের বোতল এবং আধখাওয়া ফলও৷ এই চিহ্নগুলি দেখেই তাঁরা নিশ্চিত হন আমাজনের বনেই আছে নিখোঁজ শিশুরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তাদের উদ্ধারের আগে বিমান দুর্ঘটনার পর সেনাবাহিনী খুঁজে পায় বিমানচালক এবং দুই প্রাপ্তবয়স্ক যাত্রীর দেহ৷ তাঁদের গন্তব্য ছিল সান জোসে ডেল গুয়াভিয়ারে৷ কলম্বিয়ার আমাজন অরণ্যে সংলগ্ন শহরগুলির মধ্যে অন্যতম এই জনপদ৷ কিন্তু গন্তব্যে পৌঁছবার আগেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি৷ কী কারণে বিমান দুর্ঘটনা হয়, তা এখনও স্পষ্ট নয়৷ তবে লম্বা গাছ, ঘন অরণ্য, বন্য পশু এবং বৃষ্টিপাতের জেরে সমস্যায় পড়তে হয় উদ্ধারকারীদের৷ কিন্তু শেষ পর্যন্ত শিশুদের নিরাপদে উদ্ধার করতে পেরে তাঁরা খুশি৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Amazon Forest: বিমান দুর্ঘটনার ২ সপ্তাহেরও বেশি পরে আমাজনের ঘন জঙ্গল থেকে উদ্ধার ১১ মাসের দুধের শিশু-সহ ৩ খুদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল