TRENDING:

৩০০ ডলারের লোভ দেখিয়ে পার্টিতে ডেকে ৩ তরুণীকে নৃশংসভাবে খুন ! আর্জেন্টিনার রাজধানীতে ভয়াবহ ঘটনা

Last Updated:

3 Argentinian Women Killed in a Party: নির্যাতনকারীরা ওই তিন তরুণীর নখ উপড়ে এবং আঙুলও কেটে ফেলে। তাঁদের উপর অকথ্য নির্যাতন ও মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বুয়েনস আয়ার্স: লিওনেল মেসির দেশে সম্প্রতি যা কাণ্ড ঘটেছে, তা গোটা বিশ্বের তরুণ সমাজকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট ৷ ৩০০ ডলারের লোভ দেখিয়ে পার্টিতে ডেকে নৃশংসভাবে খুন করা হল ৩ জন তরুণীকে ৷ নির্যাতনকারীরা ওই তিন তরুণীর নখ উপড়ে এবং আঙুলও কেটে ফেলে বলে জানা গিয়েছে। তাঁদের উপর অকথ্য নির্যাতন ও মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে খবর। খুনের পর প্রমাণ লোপাটের জন্য কয়েক জনকে ভাড়া করে নিয়ে আসা হয় বলেও পুলিশের তদন্তে উঠে এসেছে। এই ঘটনায় অভিযুক্ত ৫ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ ৷
আর্জেন্টিনায় ৩ তরুণীকে নৃশংসভাবে খুন !
আর্জেন্টিনায় ৩ তরুণীকে নৃশংসভাবে খুন !
advertisement

আরও পড়ুন– ৬৫ বছরের আমেরিকান মহিলাকে বিয়ে করলেন ৩৫ বছরের দিল্লির যুবক ! পরিবার জানতেই শুরু আসল ‘নাটক’

৩০০ ডলারের লোভ দেখিয়ে রেভ পার্টিতে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তিন তরুণীকে। তারপর থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিন জন। পরে একটি বাড়ির উঠোনে ৩ জনের দেহ উদ্ধার করা হয়। তিন জনকে নির্যাতন ও হত্যার সময় ইনস্টাগ্রামে লাইভ ভিডিও করা হয়েছিল বলেও দাবি। ভয়াবহ এই হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে আর্জেন্টিনা। খুন হওয়া ওই তিন তরুণীর নাম মোরেনা ভার্দি, ব্রেন্ডা দেল ক্যাস্টিলো এবং লারা গুতেরেস ৷

advertisement

আরও পড়ুন– সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

রাজধানী বুয়েনস আইরেসের ডাউনটাউনেই একটি বাড়িতে রেভ পার্টিতে অংশ নেওয়ার জন্য ৩০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই তিন জনকে ডেকে আনা হয়। বুয়েনস আইরেসের নিরাপত্তা মন্ত্রী হাভিয়ের আলোনসো সাংবাদিকদের জানান, এই নারকীয় হত্যাকাণ্ডের মাধ্যমে মাদক পাচারকারীরা একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছে। সেই বার্তাটি হল, মাদক চুরির দুঃসাহস দেখালে ভবিষ্যতে এই দশাই হবে।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
৩০০ ডলারের লোভ দেখিয়ে পার্টিতে ডেকে ৩ তরুণীকে নৃশংসভাবে খুন ! আর্জেন্টিনার রাজধানীতে ভয়াবহ ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল