TRENDING:

গর্ভপাতের নিয়ম আরও কড়া করার প্রতিবাদে পোল্যান্ডে মিছিল , পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'

Last Updated:

শুধুমাত্র অস্বাভাবিক ভ্রুণ, বা ধর্ষণের কারণে কোনও মহিলা গর্ভবতী হলে, গর্ভপাত আইনী-- বর্তমান পোল্যান্ডে এমন আইনই প্রচলিত। কিন্তু গর্ভপাতকে সম্পূর্ণ নিশিদ্ধ করার আবেদন জানিয়ে সংসদে একটি বিল পেশ করা হয়েছে। এই বিল-এর প্রতিবাদে পোল্যান্ডে পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'। মহিলা-পুরুষ সহ শয়ে শয়ে মানুষ নামলেন রাস্তায়। রাজধানী ওয়ারশ-সহ পোল্যান্ডের সব শহরেই দেখা যায় এই মিছিলের ছবি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পোল্যান্ড:  শুধুমাত্র অস্বাভাবিক ভ্রুণ, বা ধর্ষণের কারণে কোনও মহিলা গর্ভবতী হলে, গর্ভপাত  আইনী-- বর্তমান পোল্যান্ডে এমন আইনই প্রচলিত। কিন্তু গর্ভপাতকে সম্পূর্ণ নিশিদ্ধ করার আবেদন জানিয়ে সংসদে একটি বিল পেশ করা হয়েছে।
advertisement

আরও পড়ুন-

আবারও তিনিই, রাশিয়ার প্রেসিডেন্ট পদে ভ্লাদিমির পুতিন

এই বিল-এর প্রতিবাদে পোল্যান্ডে পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'। মহিলা-পুরুষ সহ শয়ে শয়ে মানুষ নামলেন রাস্তায়। রাজধানী ওয়ারশ-সহ পোল্যান্ডের সব শহরেই দেখা যায় এই মিছিলের ছবি।

advertisement

'অ্যান্টি-অ্যাবর্শন' গ্রুপ-এর সদস্যদের মত,  অনেকক্ষেত্রে ভ্রুণ-এ ডাউন সিন্ড্রোম-এর লক্ষণ দেখা গেলেও গর্ভপাত করা হচ্ছে। ফলে এই বিল পাশ হলে উপকার হবে।

আরও পড়ুন-

চিনের প্রাচীন এক সমাধি থেকে পাওয়া গেল ২,০০০ বছরের পুরনো সুরা

advertisement

কিন্তু, এই নতুন বিল-এর বিরোধীরা মনে করছেন, এই বিল পাশ হলে, অনেক বেশি সংখ্যক মহিলাদের জোর করে বেআইনীভাবে গর্ভপাত করানো হবে। পোল্যান্ডে গর্ভপাত-আইন বরাবরই কড়া। তা সত্ত্বেও,  পরিসংখ্যান বলছে, যেখানে বছরে ১ থেকে ২ হাজার আইনী গর্ভপাত হয়, সেখানে, বেআইনী গর্ভপাতের সংখ্যা ১০ থেকে ১৫ হাজার। এই বিল পাশ হলে সেই সংখ্যা আরও বাড়বে।

advertisement

 আরও পড়ুন-

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

#DeleteFacebook: হোয়াটসঅ্যাপ প্রতিষ্ঠাতার টুইট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

বাংলা খবর/ খবর/বিদেশ/
গর্ভপাতের নিয়ম আরও কড়া করার প্রতিবাদে পোল্যান্ডে মিছিল , পালন হল 'ব্ল্যাক ফ্রাইডে'