TRENDING:

এই জাপানি শহরের নাম 'লক্ষ্মী'! পড়ুন, আরও আছে...

Last Updated:

জাপানে ভারতের হিন্দু ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে কনসাল জেনারেল কিতাগাওয়া আরও জানান, জাপানে হিন্দু ধর্মের দেবদেবীদের একাধিক মন্দির রয়েছে৷ এবং নিজে কন্নড় ভাষায় অসাধারণ বক্তৃতা দিয়ে হল ভরতি শ্রোতাকে বাকরূদ্ধ করে দেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বেঙ্গালুরু: লক্ষ্মী রয়েছে এ বার 'সূর্যোদয়ের দেশ'-এ৷ বিষয় হল, জাপানে টোকিয়োর কাছে অবস্থিত একটি শহরের নাম হিন্দু ধর্মের দেবী লক্ষ্মীর নামে৷ সঙ্গে এটাও জেনে রাখুন, লক্ষ্মীকে জাপানি ভাষায় বলে কিচিজোজি৷ তাই শহরটির নাম কিচিজোজি৷ জানিয়েছেন জাপানের কনসাল জেনারেল৷
advertisement

দয়ানন্দ সাগর বিশ্ববিদ্যালয়ে কনভোকেশনে পডু়য়াদের তিনি জানান, জাপানেও রয়েছে হিন্দু দেবী লক্ষ্মীর নামে শহর৷ সে দেশের ভাষায় ওই শহরের নাম কিচিজোজি৷ জাপানে ভারতের হিন্দু ধর্মের প্রভাব সম্পর্কে আলোচনা করতে গিয়ে কনসাল জেনারেল কিতাগাওয়া আরও জানান, জাপানে হিন্দু ধর্মের দেবদেবীদের একাধিক মন্দির রয়েছে৷ এবং নিজে কন্নড় ভাষায় অসাধারণ বক্তৃতা দিয়ে হল ভরতি শ্রোতাকে বাকরূদ্ধ করে দেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ভারত-ভূমির প্রাচীন সংস্কৃত ভাষাটি থেকে অনেক ভাষায় সৃষ্টি হয়েছে, এটা আমরা অনেকেই জানি৷ কিন্তু জাপানি ভাষাতেও রয়েছে সংস্কৃত প্রভাব? কিতাগাওয়া জানালেন, জাপানি ভাষাতে বহু সংস্কৃত শব্দ রয়েছে৷ উদাহরণ হিসেবে কিতাগাওয়ার কথায়, 'জাপানি খাবার সুশি তৈরি করা হয় চাল ও ভিনিগার দিয়ে৷ সুশির সঙ্গে রয়েছে শারি৷ শারি শব্দটি এসেছে সংস্কৃত থেকে৷ সংস্কৃত শব্দ জালি এই শব্দটির উত্‍‌স৷ জালি মানে সংস্কৃত ভাষায় ভাত৷' জাপানি ভাষায় প্রায় ৫০০ শব্দ সংস্কৃত ও তামিল ভাষা থেকে এসেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
এই জাপানি শহরের নাম 'লক্ষ্মী'! পড়ুন, আরও আছে...