এই কর্মসূচির জন্য স্বভাবতই বিপুল পরিমাণ আর্থিক বরাদ্দ করেছে দক্ষিণ কোরিয়া সরকার৷ সবমিলিয়ে এই প্রকল্পে খরচ হবে প্রায় ২.১৯ লক্ষ কোটি টাকা৷ ইতিমধ্যেই প্রকল্পের রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে৷
এই নতুন প্রকল্পের অধীনে ক্রেডিট, ডেবিট কার্ড, প্রিপেইড কার্ড অথবা সরকারি গিফট সার্টিফিকেটের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার প্রত্যেক নাগরিককে দেশের মুদ্রায় ন্যূনতম দেড় লক্ষ ইওন (৯১৫০ টাকা) দেবেই দক্ষিণ কোরিয়া সরকার৷ এ ছাড়াও সমাজের প্রান্তিক শ্রেণির মানুষ এবং যাঁরা রাজধানীর বাইরের এলাকার বাসিন্দা তাদের জন্য বিভিন্ন ধাপে ধাপে আরও নগদ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
advertisement
রাজধানী সিওলের বাইরে যাঁরা থাকেন, তাঁদের প্রত্যেকের জন্য অতিরিক্ত ৫০ হাজার ইওন (৩০৫০ টাকা) করে দেওয়া হবে৷ পাশাপাশি যাঁদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং যে সমস্ত পরিবারে বাবা অথবা মা একা সন্তানকে মানুষ করছেন, সেই পরিবারগুলিকে আর্থিক সাহায্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে৷ দ্য কোরিয়া হেরাল্ড-এর রিপোর্ট অনুযায়ী এই পরিবারগুলিকে অতিরিক্ত আরও ১৮,৩০০ টাকা করে দেওয়া হবে৷
এর পরের ধাপে ২২ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবরের মধ্যে প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে কম উপার্জনকারী নাগরিকদের আরও ১ লক্ষ ইওন (৬ হাজার টাকা) করে দেবে দক্ষিণ কোরিয়া সরকার৷ বিশেষজ্ঞদের আশা, এ ভাবে নাগরিকদের হাতে টাকা এলে দেশের খুচরো বাজার, পরিষেবা ক্ষেত্র চাঙ্গা হবে৷ ফলে সামগ্রিক ভাবে অর্থনীতিতে জোয়ার আসবে৷