অর্থনৈতিক বিজ্ঞানে (Economic Sciences) ২০১৯ সালের নোবেল সম্মান অর্জন করেছেন ভারতীয়-আমেরিকান অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী এস্থার ডুফলো ও মাইকেল ক্রেমারের জুটি। একসঙ্গে বাঙালি বেশে সুইডেনে নোবেল সম্মান গ্রহণ করেছেন তাঁরা। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এস্থার ডুফলো স্টকহোমের কনসার্ট হলে এই বিশেষ পুরষ্কারের মঞ্চে উঠেছিলেন খাঁটি ভারতীয় পোশাকে।
৫৮ বছর বয়সী নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ক্রিম রঙের পাঞ্জাবী এবং সোনালি পাড়ের সাদা কেরলের বিশেষ ধুতি বা মুন্ডু এবং গলাবন্ধ কালো জ্যাকেটে সেজেছিলেন। অন্যদিকে ফরাসি-আমেরিকান এস্থার ডুফলো এই বিশেষ দিনে নীলাম্বরী। নীল শাড়ি, লাল ব্লাউজ এবং লাল টিপে একেবারে ভিন্ন রূপে নোবেল সম্মান নিতে মঞ্চে ওঠে স্বামী-স্ত্রীর জুটি। প্রথাগত সংস্কৃতির পোশাকেই দেখা গিয়েছিল অপর নোবেলজয়ী মাইকেল ক্রেমারকে।
ব্যক্তিগত জীবনে এমআইটি-রই প্রফেসর অরুন্ধতী তুলি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে বিয়ে করেছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। ১৯৯১ সালে কবির নামে তাঁদের এক সন্তানের জন্ম হয়। কিন্তু ২০১৬ সালে মার্চে কবিরের মৃত্যু হয়। তার পরেই স্বামী-স্ত্রীর বন্ধন আলগা হয়ে যায়। শেষ পর্যন্ত বিবাহ-বিচ্ছেদ। এর পর দীর্ঘদিনের গবেষণার সঙ্গী এস্থার ডুফলোকেই জীবনসঙ্গী করেন অভিজিৎ। তাঁদেরও এক সন্তান রয়েছে।