জেজিয়াংয়ের হ্যাংজু শহরের ওই রেস্তোরাঁর এমন আজব অফারে বিতর্কের ঝড় সর্বত্র ৷ রেস্তোরাঁটির বাইরে হোডিং দিয়ে প্রদর্শিত হচ্ছে নয়া ডিসকাউন্টের তালিকা ৷ রেস্তোরাঁর বাইরে বিভিন্ন অবয়বের মহিলাদের কার্টুন চিত্র ব্যবহার করে, অন্তর্বাসের কোন কাপ সাইজে কত শতাংশ ছাড় পাওয়া যাবে তার বিস্তারিত তালিকাও টাঙানো হয়েছে ৷
রেস্তোরাঁটির এমন প্রমোশনাল অফারে আগ্রহের থেকে বিতর্কই বেশি ৷ মহিলাদের অন্তর্বাসের সাইজ নিয়ে এমন অফারকে অশালীন বলে মনে করছেন অধিকাংশ শহরবাসী ৷ এমনকি অন্তর্বাসের কাপ সাইজের বিভিন্নতায় ছাড়ের প্রভেদ নিয়ে বডি শেমিং-এর অভিযোগ তুলেছেন অনেকে ৷
advertisement
বিতর্কই হোক বা সমালোচনা ৷ এভাবে রেস্তোরাঁর নাম ছড়িয়ে পড়ায় খুশি মালিকপক্ষ ৷ তারা জানাচ্ছেন, এই অফারের পর তাদের রেস্তোরাঁর বিক্রি অনেক বেড়েছে ৷ বিপুল ও অভিনব এই ছাড়ের আইডিয়ার মধ্যে কোনও অশালীনতা রয়েছে বলে স্বীকার করতে নারাজ কর্তৃপক্ষ ৷ তারা জানিয়েছেন, আগ্রহী মহিলা ক্রেতারা এসে নির্দ্বিধায় তাদের অন্তর্বাসের কাপ সাইজ জানিয়ে নির্দিষ্ট ডিসকাউন্ট চাইছেন ৷
এসব সত্ত্বেও বিতর্ক বা সমালোচনা থামেনি ৷ অশ্লীল এই অফারের বিরুদ্ধে রেস্তোরাঁর বাইরে চলে বিক্ষোভও ৷ স্থানীয়দের আপত্তিতে ছাড়ের হোডিংটি রেস্তোরাঁর সামনে থেকে সরিয়ে নেওয়া হলেও এখনও চলছে এই অফার ৷ আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেস্তোরাঁর সেই ছাড় তালিকার ছবি ৷