শুনলাম পাড়ার পুজোর প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে সেই কবে, শাড়ির দোকানগুলোতে নাকি উপচে পড়ছে ভিড়। এই সাত সমুদ্র তেরো নদীর পারে টেক্সাসের অস্টিনে তাই আমাদেরও বুক দুরু দুরু! অফিস থেকে ফিরেই জোর কদমে চলছে নাটকের মহড়া, রং-তুলি নিয়ে মণ্ডপের কাজ, সঙ্গে চা-ঝালমুড়ি। মহিলা মহলে জোর আলোচনা এ বার কাতান বেনারসি, গাদওয়াল নাকি বালুচরী? অফিসারের কাজের ফাঁকে ফাঁকে চলছে অনলাইন শপিং। প্রবাসে পুজো জমজমাট!
advertisement
আরও পড়ুনঃ উৎসবে ফের মাতবে প্রবাসী বাঙালিরা, পারথের আকাশে এখন শুধুই পুজোর গন্ধ
আমাদের আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যকে এই সুদূর প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পথ চলা শুরু সেই Nonprofit প্রতিষ্ঠান ‘Greater Austin Bongobasi’ এর এ বারে পাঁচ বছর পূর্তি। তাই আমদের উৎসাহও পাঁচগুণ! দারুন আয়জন আর সাজোসাজো রব। পাঁচ দিনের পুজো দু'দিনে হলেও মণ্ডপ সাজ, অঞ্জলি, লুচি, খিচুড়িভোগ, কষা মাংস, রসগোল্লা, সিঁদুরখেলা থেকে সংস্কৃতিক অনুষ্ঠান, বাদ পরে না কিছুই।পঞ্চপ্রদীপ, কাঁসর-ঘণ্টা, চামোর, কলাবউ, পদ্ম ফুল থেকে নারকেল নাড়ু, আয়োজনের ত্রুটি হয় না।
পাঁচে পা, তাই এ বারের বিশেষ আকষর্ণ ঢাকের তালে 'ধুনুচি নাচ'। মহিলা আর পুরুষ মহলে এই নিয়ে এখন থেকেই চলছে চোরা রেষারেষি। সংস্থার বড় আর কচিকাঁচাদের সংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এ বারের বিশেষ অনুষ্ঠান বিখ্যাত বাংলা ব্যান্ডের গান। করোনার ভ্রুকুটি কমলেও, এ বারেও সিডিসি-র সমস্ত বিধি মেনে আমাদের পুজো (Durga Puja 2022) আয়োজন হয়েছে অক্টোবরের ১ ও ২ তারিখ। পুজোর যাবতীয় নিয়ম, ভোগ, খাওয়ার ব্যবস্থা সমস্ত সম্পন্ন করা হবে সেফটি প্রটোকলস মেনে। শুধু পুজোই নয়, প্রতিবছর আমাদের সংস্থার তরফ থেকে বিভিন্ন রকম সাহায্য দেশে ও অস্টিনের বিভিন্ন সংস্থায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। দুদিনের পুজোর শেষে মায়ের বিসর্জন হয় না, তাই তাঁকে পরম যত্নে নির্দিষ্ট স্টোরেজে রেখে আসা হয়।
রোজকার কোলাহল, কাজের চাপ, পুজোয় বাড়ি না যেতে পারার মন খারাপ ভুলে এই দু'দিন আমরা সবাই মেতে উঠি অপার আনন্দে। আমাদের এই পুজোতে মহিলা-পুরুষ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করে মায়ের আগমনীতে, হিন্দিভাষিনী বন্ধুরাও কোমর দোলায় বাংলা গানে। ধাক্কাপাড় ধুতি পরে সমান উৎসাহে ধুনুচি নাচে পা মেলান দক্ষিনী বন্ধুরাও। কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া, শাড়ি-গয়না, দেদার আড্ডা, এই দু'দিন এই বিদেশও হয়ে ওঠে নিজের দেশ, নিজের পাড়া।
মায়ের কাছে প্রার্থনা , ভেদাভেদ ভুলে, যুদ্ধ ভুলে, হাতে হাতে রেখে আমরা যেনএমনি করেই এগিয়ে জেতে পারি। মায়ের কাছে প্রার্থনা সবাই যেন ভাল থাকেন, সুস্থ থাকেন, ভালবাসতে থাকেন..দুগ্গা, দুগ্গা!