TRENDING:

Durga Puja 2022|| হাতে মাত্র ৮ দিন! নাটকের মহড়া, রং-তুলিতে জমজমাট গ্রেটার অস্টিনের পুজো প্রস্তুতি

Last Updated:

Durga Puja 2022: ‘Greater Austin Bongobasi’ এর এ বারে পাঁচ বছর পূর্তি। তাই আমদের উৎসাহও পাঁচগুণ! দারুণ আয়োজন আর সাজোসাজো রব। সেই পুজর প্রস্তুতি কেমন চলছে, তা জানাতে সুদূর টেক্সাস থেকে কলম ধরলেন ঊর্মি ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অস্টিন, টেক্সাস; ঊর্মি ঘোষঃ  অনেক দিন পর এক হপ্তা টানা বৃষ্টি হল। সকালে দেখলাম রোদ উঠেছে। নীল আকাশ জুড়ে সাদা সাদা মেঘ উড়ে বেড়াচ্ছে ঠিক সেই ছোটবেলার শরতের আকাশের মত। জানালা খুলতেই এক ঝলক ঠান্ডা বাতাস চোখে-মুখে এসে লাগল, সঙ্গে কোনও অজানা ফুলের মিষ্টি গন্ধ। মনে পড়ে গেল দেশের বাড়ির শিউলি গাছটার কথা, সঙ্গে এক রাশ ছোটবেলার আর কৈশোরের পুজোর স্মৃতি। মনের ভিতর অমনি শুরু ঢাকের বাদ্যি! পুজো আসছে! আমাদের আদরের উমা আসছে!
advertisement

শুনলাম পাড়ার পুজোর প্যান্ডেলে বাঁশ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে সেই কবে, শাড়ির দোকানগুলোতে নাকি উপচে পড়ছে ভিড়। এই সাত সমুদ্র তেরো নদীর পারে টেক্সাসের অস্টিনে তাই আমাদেরও বুক দুরু দুরু! অফিস থেকে ফিরেই জোর কদমে চলছে নাটকের মহড়া, রং-তুলি নিয়ে মণ্ডপের কাজ, সঙ্গে চা-ঝালমুড়ি। মহিলা মহলে জোর আলোচনা এ বার কাতান বেনারসি, গাদওয়াল নাকি বালুচরী? অফিসারের কাজের ফাঁকে ফাঁকে চলছে অনলাইন শপিং। প্রবাসে পুজো জমজমাট!

advertisement

আরও পড়ুনঃ উৎসবে ফের মাতবে প্রবাসী বাঙালিরা, পারথের আকাশে এখন শুধুই পুজোর গন্ধ

আমাদের আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যকে এই সুদূর প্রবাসে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে পথ চলা শুরু সেই Nonprofit প্রতিষ্ঠান ‘Greater Austin Bongobasi’ এর এ বারে পাঁচ বছর পূর্তি। তাই আমদের উৎসাহও পাঁচগুণ! দারুন আয়জন আর সাজোসাজো রব। পাঁচ দিনের পুজো দু'দিনে হলেও মণ্ডপ সাজ, অঞ্জলি, লুচি, খিচুড়িভোগ, কষা মাংস, রসগোল্লা, সিঁদুরখেলা থেকে সংস্কৃতিক অনুষ্ঠান, বাদ পরে না কিছুই।পঞ্চপ্রদীপ, কাঁসর-ঘণ্টা, চামোর, কলাবউ, পদ্ম ফুল থেকে নারকেল নাড়ু, আয়োজনের ত্রুটি হয় না।

advertisement

পাঁচে পা, তাই এ বারের বিশেষ আকষর্ণ ঢাকের তালে 'ধুনুচি নাচ'। মহিলা আর পুরুষ মহলে এই নিয়ে এখন থেকেই চলছে চোরা রেষারেষি। সংস্থার বড় আর কচিকাঁচাদের সংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে এ বারের বিশেষ অনুষ্ঠান বিখ্যাত বাংলা ব্যান্ডের গান। করোনার ভ্রুকুটি কমলেও, এ বারেও সিডিসি-র সমস্ত বিধি মেনে আমাদের পুজো (Durga Puja 2022) আয়োজন হয়েছে অক্টোবরের ১ ও ২ তারিখ। পুজোর যাবতীয় নিয়ম, ভোগ, খাওয়ার ব্যবস্থা সমস্ত সম্পন্ন করা হবে সেফটি প্রটোকলস মেনে। শুধু পুজোই নয়, প্রতিবছর আমাদের সংস্থার তরফ থেকে বিভিন্ন রকম সাহায্য দেশে ও অস্টিনের বিভিন্ন সংস্থায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। দুদিনের পুজোর শেষে মায়ের বিসর্জন হয় না, তাই তাঁকে পরম যত্নে নির্দিষ্ট স্টোরেজে রেখে আসা হয়।

advertisement

রোজকার কোলাহল, কাজের চাপ, পুজোয় বাড়ি না যেতে পারার মন খারাপ ভুলে এই দু'দিন আমরা সবাই মেতে উঠি অপার আনন্দে। আমাদের এই পুজোতে মহিলা-পুরুষ কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারণ করে মায়ের আগমনীতে, হিন্দিভাষিনী বন্ধুরাও কোমর দোলায় বাংলা গানে। ধাক্কাপাড় ধুতি পরে সমান উৎসাহে ধুনুচি নাচে পা মেলান দক্ষিনী বন্ধুরাও। কব্জি ডুবিয়ে খাওয়া-দাওয়া, শাড়ি-গয়না, দেদার আড্ডা, এই দু'দিন এই বিদেশও হয়ে ওঠে নিজের দেশ, নিজের পাড়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মায়ের কাছে প্রার্থনা , ভেদাভেদ ভুলে, যুদ্ধ ভুলে, হাতে হাতে রেখে আমরা যেনএমনি করেই এগিয়ে জেতে পারি। মায়ের কাছে প্রার্থনা সবাই যেন ভাল থাকেন, সুস্থ থাকেন, ভালবাসতে থাকেন..দুগ্গা, দুগ্গা!

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Durga Puja 2022|| হাতে মাত্র ৮ দিন! নাটকের মহড়া, রং-তুলিতে জমজমাট গ্রেটার অস্টিনের পুজো প্রস্তুতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল