এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি মাঝেমধ্যেই হন মহিলারা ৷ বাসে শরীরের বিশেষ অংশে কুমতলবি সহযাত্রী হাতের আনাগোনা রুখতে কেউ চিৎকার জোড়েন ৷ কেউ আবার প্রতিবাদ করেন ৷ কেউ বা লজ্জায় কুঁকড়ে যান ৷ সঙ্কোচ বোধ করেন মুখ খুলতে ৷ তবে, সমাজ বদলাচ্ছে আর নয় ৷ কুমতলবি সহযাত্রী দৃর হঠো ৷ প্রতিবাদের ভাষা বদলাচ্ছে ৷ মহিলাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আর রুখে দাঁড়াতে সাহায্য করছে বাংলাদেশের একটি বস্ত্র বিপণী সংস্থা ৷
advertisement
সে দেশের একটি অনলাইন তৈরি করেছে কিছু টি শার্ট তাতে লেখা কিছু স্লোগান ৷ যার মধ্যে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’লেখা টি-শার্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ এই টি-শার্ট গায়ে পরা মানেই যে বিকৃত মানসিকতার সহযাত্রী সংযত হয়ে যাবেন তা নয়৷ তবে তাঁদের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য বিপণন সংস্থার প্রধান জিনাত নিশার৷ তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করেন৷ আর তা নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷
সেই পোস্টটি চোখে পড়েছে বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনেরও ৷ তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লেখাও লিখেছেন ৷ তসলিমা ওই ‘টি-শার্ট’-এ আরও কিছু স্লোগানের দাবি তুলেছেন ৷