কিন্তু ঠিক কী মন্তব্য করেছিলেন তিনি? আসলে এদিন ক্রিক্রেটের মক্কা তথা লর্ডসের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট টিম ৷ আর সেই খেলার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তসলিমা নাসরিন ৷ আসলে পাক ওপেনার ফখর জামানের নাম নিয়ে মজা করে নিয়ে মজা করে বসেন তিনি ৷ ‘ফখর’নামটি নিয়ে তাঁর এই চটুল বাক্য প্রয়োগ কোনওভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ ৷
advertisement
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে ৷ বর্ষীয়ান সাহিত্যিক কেমনভাবে এই মন্তব্য করতে পারলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ফখর জামান যখন তাঁর খেলা দিয়ে দেশের নাম উজ্জবল করছেন ৷ দেশকে ক্রিকেট মানচিত্রের শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷ সে সময় তাঁর নাম নিয়ে তসলিমা এমন নোংরা মন্তব্য কী করে করতে পারেন,তা নিয়ে নেটিজেনরা সমালোচনার বন্যা বইয়ে দিতে শুরু করেছেন ৷ তসলিমা নাসরিনের ট্যুইটের নীচে পাল্টা অসংখ্য কমেন্ট পড়তে শুরু করছে ৷