TRENDING:

ফের পাকিস্তানের বিরোধিতায় তসলিমা নাসরিন, ফখরকে ‘ফাকার’ বললেন সাহিত্যিক!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাকিস্তানের বিশাল ৩১৫ রানের পাহাড়ে উঠে জয়ের জন্য ৩১৬ রান অ্যাচিভ করার মতো কখনই খেলল না বাংলাদেশ ৷ নিয়মিত ব্যবধানে উইকেট খোয়ানো ও বেশ স্লো ব্যাটিংয়ের সাক্ষী রইল লর্ডস ৷ তবুও ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান যে একটা ছাপ ফেলতে পেরেছে তা বলাই বাহুল্য ৷ এটাই পাকিস্তানের শেষ ম্যাচ ৷ এরপরই দেশে ফিরবেন পাকিস্তানি ক্রিকেটাররা ৷ বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ৷ কিন্তু সেই পাকিস্তানী ওপেনারের নাম নিয়ে এমন একটি মন্তব্য করে বসলেন বাংলাদেশী সাহিত্যিক তসলিমা নাসরিন ৷ আর তা নিয়ে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠতে শুরু করেছে ৷
advertisement

কিন্তু ঠিক কী মন্তব্য করেছিলেন তিনি? আসলে এদিন ক্রিক্রেটের মক্কা তথা লর্ডসের মাঠে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট টিম ৷ আর সেই খেলার চলাকালীন একটি বিতর্কিত মন্তব্য করে বসলেন তসলিমা নাসরিন ৷ আসলে পাক ওপেনার ফখর জামানের নাম নিয়ে মজা করে নিয়ে মজা করে বসেন তিনি ৷ ‘ফখর’নামটি নিয়ে তাঁর এই চটুল বাক্য প্রয়োগ কোনওভাবেই মেনে নিতে পারছেন না দেশের মানুষ ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় উঠতে শুরু হয়েছে ৷ বর্ষীয়ান সাহিত্যিক কেমনভাবে এই মন্তব্য করতে পারলেন এই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ফখর জামান যখন তাঁর খেলা দিয়ে দেশের নাম উজ্জবল করছেন ৷ দেশকে ক্রিকেট মানচিত্রের শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ৷ সে সময় তাঁর নাম নিয়ে তসলিমা এমন নোংরা মন্তব্য কী করে করতে পারেন,তা নিয়ে নেটিজেনরা সমালোচনার বন্যা বইয়ে দিতে শুরু করেছেন ৷ তসলিমা নাসরিনের ট্যুইটের নীচে পাল্টা অসংখ্য কমেন্ট পড়তে শুরু করছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের পাকিস্তানের বিরোধিতায় তসলিমা নাসরিন, ফখরকে ‘ফাকার’ বললেন সাহিত্যিক!