TRENDING:

#Indian Embassies Ransacked by Taliban:আফগানিস্তানে দু'টি ভারতীয় দূতাবাসে হানা, অফিস তছনছ করে গাড়ি নিয়ে গেল তালিবানরা

Last Updated:

কয়েকদিন আগেই তালিবানদের তরফে দিল্লিকে বার্তা দিয়ে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলির কোনও ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল (ndian Embassies Ransacked by Taliban)৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাবুল: আফগানিস্তানে অন্তত দু'টি ভারতীয় দূতাবাস তছনছ করল তালিবানরা৷ বন্ধ হয়ে যাওয়া দুই দূতাবাসে তল্লাশি চালানোর পাশাপাশি দু'টি গাড়িও নিয়ে গিয়েছে তালিবানরা৷ গত বুধবার কান্দাহার এবং হেরাটের ভারতীয় দূতাবাসে তালিবানরা হানা দেয় বলে খবর৷ যদিও দু'টি দূতাবাসই ইতিমধ্যে বন্ধ করে দিয়েছে ভারত সরকার৷ সেখানকার কর্মীদেরও নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে৷
advertisement

কাবুলের দখল নেওয়ার পর তালিবানরা গোটা বিশ্বকে আশ্বস্ত করে বলেছিল, আফগানিস্তানের মাটি থেকে অন্য কোনও দেশের ক্ষতি করা হবে না৷ যদিও তালিবানরা মুখে এ কথা বললেও তাদের কাজ সেই দাবির সঙ্গে মিলছে না৷ ভারতীয় দূতাবাসে তালিবানদের হানার ঘটনায় ফের সেই অভিযোগই প্রমাণিত হল৷

ভারত সরকারের এক শীর্ষ আধিকারিক এনডিটিভি-কে বলেন, 'আমরা এটা আশাই করেছিলাম৷ দূতাবাসে তছনছ করার পাশাপাশি ওরা দূতাবাসে বিভিন্ন নথির খোঁজেও তল্লাশি চালায়৷ আমাদের দু'টি দূতাবাস থেকেই গাড়ি নিয়ে চলে গিয়েছে তালিবানরা৷'

advertisement

সূত্রের খবর, কয়েকদিন আগেই তালিবানদের তরফে দিল্লিকে বার্তা দিয়ে আফগানিস্তানে ভারতীয় দূতাবাসগুলির কোনও ক্ষতি করা হবে না বলে আশ্বস্ত করা হয়েছিল৷ ভারত যাতে দূতাবাসগুলি খালি না করে, সেই বার্তাও দেয় তালিবানরা৷ ভারত সরকারের সূত্র অনুযায়ী, কাতারে অবস্থিত তালিবান নেতা আব্বাস স্টানিকজাইয়ের অফিস থেকেই এই বার্তা দেওয়া হয়েছিল৷

চলতি সপ্তাহের শুরুতেই আফগানিস্তানের নিজেদের দূতাবাসের কর্মী ও আধিকারিকদের উদ্ধার করে দেশে ফিরিয়ে আনে ভারত৷ বায়ুসেনার দু'টি সি-১৭ বিমানে করে ভারতীয় দূতাবাসের কর্মীদের কাবুল থেকে ফিরিয়ে আনা হয়৷ আফগানিস্তানের ভারতীয় রাষ্ট্রদূতকেও ফিরিয়ে আনা হয়৷ যদিও এখনও প্রায় এক হাজার ভারতীয় আফগানিস্তানে আটকে রয়েছেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চরম ভোগান্তি রোগী, অন্তঃসত্ত্বাদের! ঝাড়খণ্ডে হঠাৎ করেই ঢুকতে পারছে না বাংলার টোটো
আরও দেখুন

তবে যেভাবে ভারতীয় দূতাবাসে তালিবানরা আক্রমণ চালালো, তাতে আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক আরও খারাপ হবে, তা বলার অপেক্ষা রাখে না৷ সূত্রের খবর, পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর মদতেই ভারতীয় দূতাবাস হানা দিয়েছে তালিবানরা৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
#Indian Embassies Ransacked by Taliban:আফগানিস্তানে দু'টি ভারতীয় দূতাবাসে হানা, অফিস তছনছ করে গাড়ি নিয়ে গেল তালিবানরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল