TRENDING:

Syria Crisis: বদলা নিতে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবেন আসাদ? ভয়ে কাঁপছে গোটা বিশ্ব

Last Updated:

আসাদ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা তিনি এর আগেও করেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দামাস্কাস: রবিবারই রাজধানীর দখল নিয়েছে সিরিয়ার বিদ্রোহীরা। দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে। কিন্তু এত সহজে হার মানবেন প্রেসিডেন্ট আসাদ? না কি ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করবেন তিনি? সিরিয়ার গৃহযুদ্ধ নিয়ে সেটাই এখন আমেরিকার অন্যতম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে বলে, মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একাংশ। আসাদ রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা তিনি এর আগেও করেছেন। ২০১৩ সালের কুখ্যাত ঘৌটা রাসায়নিক হামলা হোক বা ২০১৭ সালের খান শেখুন রাসায়নিক হামলা আসাদের আক্রমণে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছিলেন এর আগেও।
গদি ফিরে পেতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারেন আসাদ। ভয়ে গোটা বিশ্ব। ছবি- সংগৃহীত।
গদি ফিরে পেতে রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারেন আসাদ। ভয়ে গোটা বিশ্ব। ছবি- সংগৃহীত।
advertisement

সিরিয়ায় আসাদের রাসায়নিক অস্ত্রের ভান্ডার থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে আমেরিকা। যে যে জায়গায় এই অস্ত্রভান্ডার থাকতে পারে বলে সন্দেহ, সেগুলির দিকে কড়া নজর রেখেছেন আমেরিকার গোয়েন্দারা। সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রবিবার সকালেই রাজধানী দামাস্কাসে ঢুকে পড়েছে সিরিয়ার বিদ্রোহীরা। রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছেন আসাদ। তাঁকে বিমানে উঠতে দেখা গিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন সিরিয়া বাহিনীর শীর্ষকর্তারা। কিন্তু আসাদ কোথায় গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তাঁর গন্তব্যও অজানা। এই পরিস্থিতিতে গোপন ডেরা থেকে তিনি রাসায়নিক অস্ত্রভান্ডার কাজে লাগানোর পরিকল্পনা করতে পারেন বলে আশঙ্কা আমেরিকান গোয়েন্দাদের। হাল না ছেড়ে বিদ্রোহীদের বিরুদ্ধে শেষ অবলম্বন হিসাবে তিনি রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারেন বলে তাঁদের আশঙ্কা।

advertisement

সিরিয়ার দুই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী ‘হায়াত তাহরির আল-শাম’ (এইচটিএস) এবং তাদের সহযোগী ‘জইশ আল-ইজ্জা’র যৌথবাহিনী গত কয়েক দিন ধরেই সক্রিয়। তারা একের পর এক শহর দখল করে রাজধানীর দিকে এগোচ্ছিল। বিদ্রোহীদের হামলার মুখে পিছু হটেছে সিরিয়ান সেনা। রবিবার সকালে দামাস্কাসে ঢুকে পড়ে বিদ্রোহী বাহিনী। রাজধানী এখন তাদেরই দখলে। দামাস্কাস থেকে বিদ্রোহীদের বার্তা, ‘এত দিনে সিরিয়া অত্যাচারমুক্ত হল’।

advertisement

আরও পড়ুন: উন্নত চিকিৎসার জন্য ভারতের বিকল্প পেয়ে গেলন বাংলাদেশিরা! দলে দলে যাচ্ছেন সেদেশে

আমেরিকা অবশ্য এখনও পর্যন্ত প্রকাশ্যে সিরিয়া নিয়ে মন্তব্য করতে চায়নি। তবে, হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, ”সিরিয়ার পরিস্থিতি খুব সংবেদনশীল। কিন্তু, এইটুকু বলার ওরা আমাদের বন্ধু নয়। সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকার কিছু করার নেই। এটা আমাদের যুদ্ধ নয়। ওখানে যা হচ্ছে, হোক। আমরা এর মধ্যে নাক গলাব না।”

advertisement

আরও পড়ুন: সিরিয়ার রাজধানী দখল বিদ্রোহীদের, দেশ ছাড়লেন প্রেসিডেন্ট আসাদ!

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল ২০১১ সালে। ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই গৃহযুদ্ধে প্রথম থেকেই বিদ্রোহীদের নানা ভাবে সাহায্য করেছে আমেরিকা। আসাদ সরকারের বিরুদ্ধে একাধিক বার নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের অভিযোগ উঠেছে। ২০১৩ সালে ঘৌটার হামলায় ৩০০ জনেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছিল। এদের মধ্যে ছিল বহু শিশু। ২০১৭ সালের হামলাতেও মৃত্যু হয় শতাধিক সিরিয়ান নাগরিকের। রাষ্ট্রপুঞ্জের একাধিক দল সিরিয়ায় গিয়ে নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র প্রয়োগের প্রমাণ পেয়েছে বলে দাবি। এবারও গদি ফিরে পেতে সেই রাসায়নিক অস্ত্র প্রয়োগ করতে পারে বলেই মনে করছে আমেরিকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Syria Crisis: বদলা নিতে ভয়ঙ্কর রাসায়নিক অস্ত্র প্রয়োগ করবেন আসাদ? ভয়ে কাঁপছে গোটা বিশ্ব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল