TRENDING:

জাহাজ ভর্তি ম্যানগ্রোভ অরণ্য

Last Updated:

লোক চক্ষুর অন্তরালে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চাহিদা অনুভব করেন অনেকেই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
Shalini Datta
advertisement

#সিডনি; লোক চক্ষুর অন্তরালে প্রকৃতির সাথে একাত্ম হওয়ার চাহিদা অনুভব করেন অনেকেই। সিডনির হোমবুশ বে তে এমনই এক ভাসমান জঙ্গল দেখতে ভিড় জমে প্রতিবছর। তবে সেটি কোন পরিতক্ত দ্বীপ না। মনুষ্য-প্রকৃতির সহচর্যে বেড়ে ওঠা এক কৃত্রিম-অকৃত্রিম অরণ্যরানি।

প্রকৃতপক্ষে একটি পরিত্যক্ত জাহাজের ওপর তৈরি হয়েছে এই ছোট্ট জঙ্গল। জাহাজটির নাম এস এস আয়ারফিল্ড। মূলত মার্কিন সেনাদের ব্যবহৃত এই জাহাজটি সিডনি এবং নিউক্যাসেলের মধ্যে যাতায়াত করত। ১৯৭২ সালে শেষবার চলার পর জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর তারপর থেকেই এই পরিত্যক্ত জাহাজে আশ্রয় পেয়েছে প্রকৃতি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জাহাজের খোলায় জং ধরা কলকব্জায় আপন ছন্দে বেড়ে উঠেছে প্রকৃতি। দেখতে দেখতে জং ধরা জাহাজের কাঠামোতে তৈরি হয়েছে ক্ষুদ্র এক ম্যানগ্রোভ অরণ্য। দেখতে খানিকটা ভাসমান জঙ্গলের মত। আর সেটা দেখতেই বছরের-পর-বছর ভিড় করে আসেন সাধারন মানুষরা।

বাংলা খবর/ খবর/বিদেশ/
জাহাজ ভর্তি ম্যানগ্রোভ অরণ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল