সামাজিক মাধ্যমে, সেনাবাহিনীর এক কর্তার রাষ্ট্রপতি ভবনের ভিতরের ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, ভাঙা টাইলস এবং বিভিন্ন ভাঙা আসবাবের মধ্যে দিয়ে সেনাবাহিনীর লোকেরা অস্ত্রশস্ত্র উঁচিয়ে চিৎকার করে চলেছেন, ‘ভগবান সর্বশক্তিমান’।
আরও পড়ুন: পিরামিড নাকি প্রাচীন বিদ্যুৎকেন্দ্র? র্যাডার স্ক্যানে গিজার নীচে ভূগর্ভস্থ কাঠামোর সন্ধান
advertisement
সুদানের তথ্যমন্ত্রী খালেদ আল-আইসার এই ঘটনার সত্যতা প্রকাশ করে সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজকে পতাকা তোলা হয়েছে, এরপরে জয় না পাওয়া পর্যন্ত যুদ্ধ চলবে।”
আরও পড়ুন: গাড়ি ভাঙচুর করলে ২০ বছরের জেল! কার গাড়ি জানেন? মালিকের নাম শুনলেই ‘সব’ বুঝে যাবেন
নীল নদের তীরে রিপাবলিকান প্যালেস সুদানের বিভিন্ন সরকারি কাজকর্মের প্রধান কার্যালয়। দেশের টাকা এবং পোস্টাল স্ট্যাম্প এখান থেকেই তৈরি হত। ২০২৩ সালের ২৩ এপ্রিল সুদানে প্রথম যুদ্ধ শুরু হয়। এরপরেই এই যুদ্ধ বাড়তে থাকে জেনারেল আবদেল ফতেহ বুরহানের নেতৃত্বে।