তীব্র কম্পন হলেও এখনও হতাহতের কোনও খবর নেই। তবে বেশ কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে। বসত বাড়ির পাশাপাশি, নর্সিয়া এলাকায় ভেঙে পড়েছে ক্লক টাওয়ারও। সংবাদ সংস্থা সূত্রে খবর, ভূমিকম্পে গ্রামগুলি প্রবলভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ৷ যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও অজানা ৷ ভূমিকম্পের তীব্রতায় রোম শহরের বাড়িগুলির দেওয়াল কেঁপে ওঠে ৷ মাত্র তিনদিনের ব্যবধানে ফের ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা ৷
advertisement
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে নরসিয়ায় ৷ সেখানকার সাধারণ বাড়িগুলি ছাড়াও ক্ষতিগ্রস্থ হয়েছে শহরের বিখ্যাত স্থাপত্যগুলিও ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, শহরের সেন্ট বেনেডিক্ট রাজপ্রসাদটি ভূমিকম্পে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছে ৷
ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিমি নীচে ছিল ভূমিকম্পের উৎস ৷ পেরুজিয়া শহরে দক্ষিণ-পূর্বে এবং রোম থেকে ১৩২ কিমি দূরে ছিল ভূমিকম্পের এপিসেন্টার ৷
রোম ছাড়াও মধ্য ইতালির পেরুজিয়া, রিমিনি, আবরুজ্জো এমনকী নাপেলস-ও জোরালো কম্পন অনুভূত হয় এদিন ৷
এছাড়াও রোম ছাড়াও ইতালির বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা ঐতিহাসিক স্মৃতিসৌধগুলি ক্ষতিগ্রস্থ হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷
চলতি সপ্তাহের বুধবারই জোড়া ভূমিকম্পে আতঙ্ক ছড়াল ইতালিতে ৷ ইটালির ন্যাশনাল ভলক্যানোলজি সেন্টার জানিয়েছে, বুধবার বিকেলে ৫.৪ এবং ৫.৯ কম্পনমাত্রার দুই জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে ইটালি ৷ ভূমিকম্পের মধ্য ইতালির মারচে প্রদেশের মাসেরাতা অঞ্চল। ভূপৃষ্ঠের ৯ কিমি গভীরে কম্পন হয়। যদিও রোম ছাড়িয়ে উত্তরের ভেনেটোর বাসিন্দারও কম্পন অনুভব করেন ৷ পেরুভিয়ার কাছেও অনুভূত হয় কম্পন ৷
সেদিনের ভূমিকম্পে মধ্য ইটালিতে বহু বাড়ি ক্ষতিগ্রস্থ হয় ৷ চলতি বছরের ২৪ অগাস্টে ভূমিকম্পে তছনছ হয়ে যায় ইতালি ৷ প্রাণ হারান প্রায় ৩০০ জন ৷