TRENDING:

আট সন্তানের মুখে নেই খাবার, বাচ্চাদের ভোলাতে পাথর রান্না করলেন অসহায় বিধবা মা!

Last Updated:

ঘরে খাবার নেই, অভুক্ত দিন কাটছে ঘরের সন্তানদের । সেই দৃশ্য চোখে দেখা যায় না । এমনই ঘটনা ঘটল কেনিয়ার মোম্বাসা শহরে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেনিয়া: করোনা রুখতে পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশেই শুরু হয়েছে লকডাউ । কিন্তু এই লকডাউনে হাজার হাজার অসহায় মানুষ সর্বহারা হয়েছেন, বহু মানুষের মুখের গ্রাস নিঃশেষ হয়ে গিয়েছে, চাকরি হারিয়েছেন কয়েক কোটি মানুষ । ঘরে খাবার নেই, অভুক্ত দিন কাটছে ঘরের সন্তানদের । সেই দৃশ্য চোখে দেখা যায় না । এমনই ঘটনা ঘটল কেনিয়ার মোম্বাসা শহরে ।
advertisement

এক মায়ের চোখে জল এনে দেওয়া ঘটনা সামনে এসেছে সম্প্রতি । কেনিয়ার পেনিনা বাহাতি কিতসাও নামের ওই মহিলার আট সন্তান । স্বামী মারা গিয়েছেন পেনিনার । অসহায় বিধবা মহিলা স্থানীয় লন্ড্রিতে কাজ করতেন । কিন্তু লকডাউের জেরে বন্ধ তাঁর কাজ । বিগত কয়েকদিন ধরেই ঘরে দানা পানি নেই । এতগুলো পেট যেন আর চলছে না । সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারেননি গত কয়েকদিন । খিদের জ্বালায় তাই কাঁদছিল তাঁরা ।

advertisement

অসহায় গর্ভধারিণী সন্তানদের ভোলাতে রান্না করলেন পাথর । যাতে সেই পাথর রান্না হতে হতে কাংদতে কাঁদতে সন্তানরা ঘুমিয়ে পড়ে ।

সেরা ভিডিও

আরও দেখুন
ইউটিউব দেখেই কামাল করছে এই কিশোর, দেখলে আপনিও চোখ সরাতে পারবেন না
আরও দেখুন

ভয়ানক এই ঘটনার কথা প্রকাশ্যে আসে পেনিনার এক প্রতিবেশীর মাধ্যমে । খবর ছড়িয়ে পড়তেই অনেকে এগিয়ে আসেন পেনিনার সাহায্যার্থে । অবসেষে সন্তানদের মুখে খাবার তুলে দিতে পেড়ে বেজায় খুশি মা ।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
আট সন্তানের মুখে নেই খাবার, বাচ্চাদের ভোলাতে পাথর রান্না করলেন অসহায় বিধবা মা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল