TRENDING:

বোরখা নিষিদ্ধ করছে ভারতের পড়শি দেশ! বন্ধ হবে এক হাজার মাদ্রাসা

Last Updated:

কিছুদিন আগেই সুইজারল্যান্ড জনমত সংগ্রহ করে বোরখা নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলম্বো: ধার্মিক কট্টরপন্থীদের উত্পাতে অতিষ্ঠ সরকার। তাই এবার শ্রীলঙ্কা সরকার চোরের উপর রাগ করে মাটিতে ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাহিন্দ্রা রাজাপাক্ষের সরকারের এক মন্ত্রী জানিয়েছেন, তাঁদের দেশে কয়েকদিনের মধ্যেই বোরখা নিষিদ্ধ করা হবে। তিনি আরও জানিয়েছেন, দিনকয়েকের মধ্যে শ্রীলঙ্কায় প্রায় এক হাজার ইসলামিক স্কুল বন্ধ করব সরকার। যদিও বোরখা নিষিদ্ধ করার ব্যাপারে অনেক দেশ আগেই উদ্যোগ নিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই সুইজারল্যান্ড জনমত সংগ্রহ করে বোরখা নিষিদ্ধ বলে ঘোষণা করেছিল।
advertisement

শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী সুরথ বেরাসেকেরা জানিয়েছেন, ক্যাবিনেটের মঞ্জুরির জন্য ইতিমধ্যে তাঁরা একটি বিল তৈরি করেছেন। সেই বিলের রাষ্ট্রের সুরক্ষার তাগিদে বোরখা নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। সেই বিল ক্যাবিনেটে পাশ হলেই শ্রীলঙ্কার সংসদ আইন এনে বোরখা নিষিদ্ধ করবে। বেরাসেকেরা আরও জানিয়েছেন, তাঁদের সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের ব্যাপারেও আলোচনা করছে। কারণ, মাদ্রাসা শ্রীলঙ্কার রাষ্ট্রীয় শিক্ষা নীতির বারোটা বাজাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কেউ আর স্কুল খুলে বাচ্চাদের যা খুশি শিক্ষা দিতে পারবে না। সরকারের নির্ধারিত শিক্ষা নীতি মেনে চলতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কৃষিকাজে বিপ্লব ঘটাতে চাষিদের পাশে দুর্গাপুরের সিএমইআরআই কেন্দ্রীয় গবেষণাগারের বিজ্ঞানীরা
আরও দেখুন

শ্রীলঙ্কার মন্ত্রীর দাবি, বোরখা ধর্মীয় বাড়াবাড়ির সঙ্কেত। আগেকার দিন মুসলিম মহিলারা বোরখা পরতেন না। তিনি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার মুসলিমরা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারে। তবে রাষ্ট্রের স্বার্থে বোরখা নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে।

বাংলা খবর/ খবর/বিদেশ/
বোরখা নিষিদ্ধ করছে ভারতের পড়শি দেশ! বন্ধ হবে এক হাজার মাদ্রাসা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল