শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী সুরথ বেরাসেকেরা জানিয়েছেন, ক্যাবিনেটের মঞ্জুরির জন্য ইতিমধ্যে তাঁরা একটি বিল তৈরি করেছেন। সেই বিলের রাষ্ট্রের সুরক্ষার তাগিদে বোরখা নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে। সেই বিল ক্যাবিনেটে পাশ হলেই শ্রীলঙ্কার সংসদ আইন এনে বোরখা নিষিদ্ধ করবে। বেরাসেকেরা আরও জানিয়েছেন, তাঁদের সরকার এক হাজারের বেশি মাদ্রাসা বন্ধের ব্যাপারেও আলোচনা করছে। কারণ, মাদ্রাসা শ্রীলঙ্কার রাষ্ট্রীয় শিক্ষা নীতির বারোটা বাজাচ্ছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, যে কেউ আর স্কুল খুলে বাচ্চাদের যা খুশি শিক্ষা দিতে পারবে না। সরকারের নির্ধারিত শিক্ষা নীতি মেনে চলতে হবে।
advertisement
শ্রীলঙ্কার মন্ত্রীর দাবি, বোরখা ধর্মীয় বাড়াবাড়ির সঙ্কেত। আগেকার দিন মুসলিম মহিলারা বোরখা পরতেন না। তিনি আরও জানিয়েছেন, শ্রীলঙ্কার মুসলিমরা সরকারের সিদ্ধান্তে ক্ষুব্ধ হতে পারে। তবে রাষ্ট্রের স্বার্থে বোরখা নিষিদ্ধ করার প্রয়োজন রয়েছে।