TRENDING:

প্রথম বিমান উড়িয়েছিলেন রাবণ, অকাট্য প্রমাণের দাবি শ্রীলঙ্কার! শুরু হচ্ছে গবেষণা

Last Updated:

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস অনুযায়ী, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বের প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
D P Satish
advertisement

#বেঙ্গালুরু: রামায়ণের কাহিনি অনুযায়ী, শ্রীলঙ্কার শাসক ছিলেন রাবণ৷ আকাশপথেই তিনি সীতাকে অপহরণ করে নিয়ে গিয়েছিলেন৷ হিন্দু মতে রাবণকে দানব রূপে দেখা হলেও শ্রীলঙ্কায় রাবণকে ঘিরে নানা রহস্যময় লোকগাঁথা রয়েছে৷ দ্বীপরাষ্ট্রের প্রাক্তন রাজা হিসেবে রাবণকে যেমন সেখানে শ্রদ্ধার চোখে দেখা হয়, তেমনই শ্রীলঙ্কার মানুষের বিশ্বাস অনুযায়ী, বিমান পরিবহণের পথিকৃতও ছিলেন রাবণই!

advertisement

এবার এই দাবিকেই স্বীকৃতি দিতে চায় শ্রীলঙ্কার সরকারও৷ সেই জন্য বিস্তারিত তথ্যানুসন্ধান ও গবেষণা চালিয়ে নিজেদের দাবির স্বপক্ষে আরও প্রমাণ জোগাড় করতে মরিয়া তারা৷ ইতিমধ্যেই শ্রীলঙ্কা সরকারের পর্যটন ও বিমান পরিবহণ মন্ত্রকের পক্ষ থেকে সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে এর জন্য সাধারণ মানুষের থেকে রাবণ সংক্রান্ত যে কোনও তথ্য, বই প্রমাণ আকারে থাকলে তা শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের কাছে জমা দিতে আবেদন করা হয়েছে৷ 'রাজা রাবণ এবং আকাশপথে আধিপত্যের হারিয়ে যাওয়া ঐতিহ্য' শীর্ষক বিষয়ে গবেষণা চালানো হবে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে৷ সুনির্দিষ্ট তথ্যের বিনিময়ে পর্যাপ্ত অর্থ দেওয়ারও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিজ্ঞাপনে৷

advertisement

শ্রীলঙ্কা সরকারের দেওয়া বিজ্ঞাপন৷

শ্রীলঙ্কা সরকারের বিশ্বাস অনুযায়ী, প্রায় ৫০০০ বছর আগে বিশ্বের প্রথমবার আকাশপথে যাত্রা করেছিলেন রাবণ৷ কোন পদ্ধতি অবলম্বন করে রাবণ তা সম্ভব করে তুলেছিলেন, গবেষণায় সেটি খুঁজে বের করতে চায় শ্রীলঙ্কা সরকার৷

advertisement

শ্রীলঙ্কার অসামরিক বিমান পরিবহণ দফতরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শশী দনতুঙ্গে কলম্বো থেকে ফোনে দাবি করেন, রাবণই প্রথমবার বিমান উড়িয়েছিলেন, এর একাধিক অকাট্য প্রমাণ তাঁদের কাছে রয়েছে৷ তিনি আরও বলেন, 'রাজা রাবণ অসামান্য প্রতিভার অধিকারী ছিলেন৷ তিনি প্রথম ব্যক্তি যিনি আকাশপথে যাত্রা করেন৷ এটা কোনও পূরাণ কাহিনির অংশ নয়, এমটা বাস্তবেই ঘটেছিল৷ এর উপরে বিস্তারিত গবেষণা হওয়া প্রয়োজন৷ আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এটা প্রমাণ করে দেব৷'

advertisement

এই বিষয়টির উপরে গত বছরই শ্রীলঙ্কায় একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল৷ সেখানে বিমান পরিবহণের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞরা, ইতিহাসবিদ, পূরাতত্ত্ব বিশারদ, বিজ্ঞানী এবং ভূতত্ত্ববিদরা হাজির ছিলেন৷ সেই আলোচনা সভাতেও মেনে নেওয়া হয় যে প্রায় ৫০০০ বছর আগে আকাশপথে ভারতে এসে শ্রীলঙ্কায় ফিরে যান রাবণ৷ যদিও রাবণ যে সীতাকে অপহরণ করেছিলেন, শ্রীলঙ্কার অনেক বিশেষজ্ঞই তা মানতে চান না৷ কারণ তাঁরা মনে করেন এটি রামায়ণের ভারতীয় সংস্করণের দাবি৷ রাবণকে তাঁরা একজন মহান রাজা হিসেবেই গণ্য করেন৷

সাম্প্রতিক কালে রাবণকে নিয়ে শ্রীলঙ্কায় নতুন করে উৎসাহ দেখা দিয়েছে৷ নিজেদের প্রথম মহাকাশ অভিযানে শ্রীলঙ্কা যে উপগ্রহটি পাঠিয়েছে, তার নামও রাখা হয়েছে রাবণ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শ্রীলঙ্কায় অনেকেই রাবণকে একজন পরোপকারী রাজা এবং পণ্ডিত বলে মনে করেন৷ ভারতেও কিছু ধর্মগ্রন্থে রাবণকে পন্ডিত হিসেবেই ব্যাখ্যা করা হয়েছে৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রথম বিমান উড়িয়েছিলেন রাবণ, অকাট্য প্রমাণের দাবি শ্রীলঙ্কার! শুরু হচ্ছে গবেষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল