রোশন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমরা আজ সন্ধ্যায় ওয়ার্ড প্লেস (Ward Place) এবং উইজেরামা মাওয়াথার (Wijerama mawatha) চারপাশে পেট্রোল লাইনে থাকা লোকদের জন্য কমিউনিটি মিল শেয়ার দলের সঙ্গে চা এবং বান রুটি পরিবেশন করেছি। লাইনগুলি দিন দিন দীর্ঘ হচ্ছে এবং লাইনে থাকা লোকেদের জন্য অনেক স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও থাকে।"
advertisement
আরও পড়ুন - Viral Video: একেবারে ছ্যাঃ,ছ্যাঃ, ক্রিকেটার হতে না হতেই ‘এই’, গ্রাউন্ডম্যানকে ধাক্কা রতুরাজের
রোশন আরও অনুরোধ করেছেন, "অনুগ্রহ করে পেট্রোল পাম্পের লাইনে একে অপরের যত্ন নিন। পর্যাপ্ত তরল এবং খাবার নিয়ে আসুন। যদি আপনি ভাল না থাকেন, অনুগ্রহ করে আপনার পাশের সবচেয়ে কাছের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন এবং সহায়তার জন্য বলুন বা ১৯৯০ নম্বরে কল করুন। আমাদের একে অপরের যত্ন নেওয়া দরকার এই কঠিন সময়ে।”
শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় জ্বালানির জন্য পেট্রোল পাম্পগুলির সামনে গাড়ির লম্বা লাইন রয়েছে। জ্বালানি স্টেশন পাহারা দিতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার। যাতায়াত কমাতে এবং জ্বালানির মজুত সংরক্ষণের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলোতে দুই সপ্তাহের ছুটি পর্যন্ত ঘোষণা করতে হয়েছে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার।