#বেঙ্গালুরু: ভারতীয় ক্রিকেট দলের ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) ব্যাট ভারত বনাম দক্ষিণ আফ্রিকা (IND vs SA) সিরিজে একেবারেই নিষ্প্রভ৷ পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ শেষ হয় ২-২ -এ৷ কারণ শেষ ম্যাচ বেঙ্গালুরুতে বৃষ্টিবিঘ্নিত হওয়ায় ম্যাচের ফয়সালা হয়নি৷ এই অবস্থায় আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাঁর প্রাথমিক দলে জায়গা পাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে৷ রতুরাজ গায়কোয়াড় এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ টি টোয়েন্টি বিশ্বকাপ তাঁর দলে নির্বাচন হওয়া খুবই মুশকিল৷ রতুরাজের এই অবস্থায় ভিডিও ভাইরাল হল যা তাঁর মানুষ হিসেবে মূল্যকে কিছুটা হলেও কমিয়ে দিত৷ এক ক্রিকেটারকে গ্রাউন্ডসম্যান ধাক্কা দিচ্ছেন দেখা যায়৷ এই ভিডিও ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের পঞ্চম ম্যাচের দরুণ এই ঘটনা ঘটে৷
ভারত আর দক্ষিণ আফ্রিকার মধ্যের সিরিজের শেষ টি টোয়েন্টি ম্যাচে বৃষ্টির বলি হয়ে যায়৷ ফলে সিরিজ ২-২ হয়ে যায়৷ ওপেনার রতুরাজ গায়কোয়াড়ের যে ভিডিও ভাইরাল হয়ে যায় তাতে দেখা যাচ্ছে তিনি হেলমেট, প্যাড, গ্লাভস পড়া অবস্থায় ব্যাট নিয়ে ডাগআউটে বসে আছেন এরকম দেখা যায়৷ এরই মধ্যে এক গ্রাউন্ডসম্যান তাঁর পাশে এসে বসেন৷ তিনি একটি সেলফি নিতে চাইছিলেন৷ সেই সময় রতুরাজ তাঁকে ধাক্কা দিয়ে সরে যেতে বলেন ৷ রতুরাজ এবং গ্রাউন্ডম্যানের এই কাণ্ড কারখানা ক্যামেরায় বন্দি হয়ে যায়৷ আর তারপরেই সেটা ভাইরাল ভিডিও হয়ে যায়৷ অনেকেই এই ভিডিও দেখে ক্রিকেটারকে কথা শোনাচ্ছেন৷
আরও পড়ুন - Kumar Dhamasena Viral Video: তিনি যে আর ক্রিকেটার নেই ভুলে গিয়ে এ কী করছিলেন, ভাইরাল ভিডিওদেখুন ভাইরাল ভিডিও ...
রতুরাজ গায়কোয়াড় পাঁচ ইনিংসে ৯৬ রান করেছেVery bad and disrespectful gesture by Ruturaj Gaikwad. Sad to see these groundsmen getting treated like this 😔#RuturajGaikwad pic.twitter.com/jIXWvUdqIX
— Arnav (@imarnav_904) June 19, 2022
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে তিনি পাঁচ ম্যাচে পাঁচ ইনিংসে ৯৬ রান করে৷ এই সময়ে তাঁর ক্রিকেটের গড় ১৯.২০৷ গায়কোয়াড়ের সেরা স্কোর ৫৭ রান৷ পুরো সিরিজে গায়কোয়াড়ের ব্যাট থেকে ৯ টি চার এবং ৫ টি ছক্কা হয়েছে৷ সিরিজের শুরুর দিকে টিম ইন্ডিয়া বিশাখাপত্তনম এবং রাজকোটের টি টোয়েন্টি ম্যাচে জিতে শানদার ভাবে সিরিজে ফিরেছে৷
বেঙ্গালুরু টি টোয়েন্টিতে ১০ রান করে আউট হয়ে যান গায়কোয়াড়ভারতীয় ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ঘরে টি টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে গেছে৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে কোনও টি টোয়েন্টি সিরিজ জিততে পারেনি৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SA, Ruturaj Gaikwad, Viral Video