১৭ বছর দেশের বাইরে থাকার তারেক আগামিকাল ফেরা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনার পারদ চড়ছে গোটা দেশ জুড়েই। এই নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ খালেদার হাসপাতাল সংলগ্ন সম্পূর্ণ এলাকাকে ‘নো ফ্লাইং জোন’ হিসাবে ঘোষণা করেছে। সূত্রের খবর, খালেদা জিয়া এবং তাঁর পুত্রের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। কোনও ধরনের এয়ার স্ট্রাইক বা এই জাতীয় হামলা থেকে রক্ষার ক্ষেত্রেই এই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
এই প্রসঙ্গে ঢাকা ট্রিবিউন জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই বুধবার যে কোনও ধরনের ড্রোন এই জাতীয় সামগ্রী এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার মহম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, জনগণের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কিন্তু সূত্রের খবর, ১৭ বছর অজ্ঞাতবাসে থাকার পর নিজের দেশে ফিরছেন তারেক রহমান। খালেদা পুত্রের দেশে ফেরার জন্য ইতিমধ্যেই জন সমাবেশের আশা করছে বিএনপি। তারেক রহমান এতদিন বাইরে থাকার পরে তাঁর দেশে ফেরার পর তাঁর উপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ প্রশাসন। অন্যদিকে, ড্রোন এবং এই জাতীয় অত্যাধুনিক জিনিসের মধ্য দিয়ে নজরদারিও সম্ভব। তাই সবদিক বিবেচনা করে বিশেষ স্থানে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে পুলিশ।
