TRENDING:

Khaleda Zia: মা খালেদাকে দেখতে হাসপাতালে যাবেন তারেক, আশঙ্কা ড্রোন অ্যাটাকের! হাসপাতাল চত্বরকে 'নো ফ্লাইং জোন' ঘোষণা

Last Updated:

আগামিকালই দেশে ফিরছেন খালেদা পুত্র তারেক রহমান। বহুদিন দেশ থেকে বাইরে থাকার পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা তাঁর। এইরকম পরিস্থিতিতে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। খালেদা যে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালকে সম্পূর্ণ রূপে 'নো ফ্লাইং জোন' হিসাবে ঘোষণা করল সেই দেশের অন্তর্বর্তী সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেশ কিছুদিন গুরুতর অসুস্থ হয়ে সেই দেশেই এভারকেয়ার নামক একটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে, আগামিকালই দেশে ফিরছেন খালেদা পুত্র তারেক রহমান। বহুদিন দেশ থেকে বাইরে থাকার পর ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকায় ফেরার কথা তাঁর। এইরকম পরিস্থিতিতে নিরাপত্তার কোনও খামতি রাখতে চাইছে না প্রশাসন। খালেদা যে হাসপাতালে ভর্তি সেই হাসপাতালকে সম্পূর্ণ রূপে ‘নো ফ্লাইং জোন’ হিসাবে ঘোষণা করল সেই দেশের অন্তর্বর্তী সরকার।
হাসপাতাল নো ফ্লাইং জোন ঘোষণা
হাসপাতাল নো ফ্লাইং জোন ঘোষণা
advertisement

১৭ বছর দেশের বাইরে থাকার তারেক আগামিকাল ফেরা নিয়ে ইতিমধ্যেই উৎসাহ-উদ্দীপনার পারদ চড়ছে গোটা দেশ জুড়েই। এই নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ খালেদার হাসপাতাল সংলগ্ন সম্পূর্ণ এলাকাকে ‘নো ফ্লাইং জোন’ হিসাবে ঘোষণা করেছে। সূত্রের খবর, খালেদা জিয়া এবং তাঁর পুত্রের ক্ষেত্রে কোনও রকম ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। কোনও ধরনের এয়ার স্ট্রাইক বা এই জাতীয় হামলা থেকে রক্ষার ক্ষেত্রেই এই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে।

advertisement

এই প্রসঙ্গে ঢাকা ট্রিবিউন জানিয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ইতিমধ্যেই বুধবার যে কোনও ধরনের ড্রোন এই জাতীয় সামগ্রী এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন এলাকায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে ডেপুটি কমিশনার মহম্মদ তালিবুর রহমান জানিয়েছেন, জনগণের সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে ব্যবসা শুরু, এখন দেখার মতো অবস্থা! অন্যদের দেখাচ্ছেন অঢেল আয়ের পথ
আরও দেখুন

কিন্তু সূত্রের খবর, ১৭ বছর অজ্ঞাতবাসে থাকার পর নিজের দেশে ফিরছেন তারেক রহমান। খালেদা পুত্রের দেশে ফেরার জন্য ইতিমধ্যেই জন সমাবেশের আশা করছে বিএনপি। তারেক রহমান এতদিন বাইরে থাকার পরে তাঁর দেশে ফেরার পর তাঁর উপর হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না বাংলাদেশ প্রশাসন। অন্যদিকে, ড্রোন এবং এই জাতীয় অত্যাধুনিক জিনিসের মধ্য দিয়ে নজরদারিও সম্ভব। তাই সবদিক বিবেচনা করে বিশেষ স্থানে নো ফ্লাইং জোন ঘোষণা করেছে পুলিশ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Khaleda Zia: মা খালেদাকে দেখতে হাসপাতালে যাবেন তারেক, আশঙ্কা ড্রোন অ্যাটাকের! হাসপাতাল চত্বরকে 'নো ফ্লাইং জোন' ঘোষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল