TRENDING:

উত্তর কোরিয়ার পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র ছুড়ল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা

Last Updated:

মঙ্গলবার সকালে জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিতেই তারা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# সিওল: ২৪ ঘণ্টার মধ্যে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা। বুধবার জাপান সাগরে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ওই দুই দেশ। মঙ্গলবার সকালে জাপানের উপর দিয়ে আচমকা ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার উত্তর দিতেই তারা পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সংবাদ সং‌স্থা সূত্রে খবর, দু'টি করে ‘আর্মি ট্যাক্টিক্যাল মিসাইল সিস্টেম’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।
advertisement

আচমকাই উত্তর কোরিয়া ঘাতক হামলা হেনে বসল জাপানের উপর। জাপান সূত্রে খবর, মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সেটি সিওল, টোকিওর উপর দিয়ে গিয়েছে বলেও দাবি জাপানের। স্বাভাবিক কারণে হঠাৎ কোনও কার্যকারণ ছাড়া এই হামলার কথা শুনেই নড়েচড়ে বসে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি। শেষ বার, ২০১৭ সালে জাপানের উপর দিয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। তখন আমেরিকার সঙ্গে নানারকম সমস্যা তৈরি হয়েছিল উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সে দেশের প্রশাসনের চোখে ধরা পড়েছে, একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র জাপানের মুইয়ং-রি এলাকা থেকে গিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতিপথ ছিল পূর্ব দিকে। সে দেশের সেনাপ্রধান জানিয়েছেন, ঘটনাক্রমের দিকে পূর্ণ নজর রাখছে প্রশাসন। পাশাপাশি প্রস্তুত থাকা হচ্ছে। আমেরিকার প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার খবরে শিলমোহর দিয়েছে জাপানের প্রশাসন। সে দেশের পক্ষ থেকেও বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে, পাশাপাশি তৈরি রয়েছে সে দেশের সেনা।

advertisement

আরও পড়ুন: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধেয়ে এল জাপানের দিকে! হঠাৎ তোলপাড় বিশ্ব রাজনীতি, যুদ্ধের দামামা?

আরও পড়ুন: বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয়! অন্ধকারে ডুবে রাজধানী ঢাকা সহ গোটা দেশ

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ঘটনার তীব্র নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, মনে করা হচ্ছে, আমাদের দেশের আকাশপথ দিয়ে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছে এবং সাগরে পড়েছে। সাম্প্রতিক কালে বারংবার এমন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যার নিন্দা করছে জাপান সরকার। গত সপ্তাহেই কম দূরত্বের ব্যালিস্টিক মিসাইল চালায় উত্তর কোরিয়া। টানা চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিওল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। সাম্প্রতিক কালে উত্তর কোরিয়ায় বাহুবল প্রদর্শনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেনা মহড়ার পথে হাঁটে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া। পাল্টা নিজের মনোভাব স্পষ্ট করে দিতেই এই ক্ষেপনাস্ত্র ছোড়়া হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
উত্তর কোরিয়ার পাল্টা চারটি ক্ষেপণাস্ত্র ছুড়ল দক্ষিণ কোরিয়া ও আমেরিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল