Bangladesh Power Crisis: বাংলাদেশে বিদ্যুৎ বিপর্যয়! অন্ধকারে ডুবে রাজধানী ঢাকা সহ গোটা দেশ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিং ডিভিশনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷
#ঢাকা: বাংলাদেশ জুড়ে বিদ্যুৎ বিপর্যয়৷ যার জেরে দুপুরের পর থেকে প্রায় গোটা দেশেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন৷ বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে রাজধানী ঢাকাতেও৷
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা দুই সংস্থা বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের কর্তারা জানাচ্ছেন, ন্যাশনাল ট্রান্সমিশন গ্রিড ট্রিপ করার কারণেই গোটা দেশে এই বিপর্যয় দেখা দিয়েছে৷ দেশের উত্তর ভাগের কিছুটা অংশ বাদ দিয়ে গোটা দেশই বিদ্যুৎ বিহীন অবস্থায় রয়েছে৷
আরও পড়ুন: উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধেয়ে এল জাপানের দিকে! হঠাৎ তোলপাড় বিশ্ব রাজনীতি, যুদ্ধের দামামা?
advertisement
advertisement
বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড এবং পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, যমুনা নদীর পূর্ব দিকে থাকা জেলাগুলির কোথাও জাতীয় বিদ্যুৎ গ্রিড ট্রিপ করেছে৷ যদিও নির্দিষ্ট ভাবে কোথায় এই সমস্যা হয়েছে এবং তার কারণ কী, তা এখনও খুঁজে পাওয়া যায়নি৷ শুধুমাত্র রংপুর ডিভিশনের কয়েকটি জেলায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রয়েছে৷
advertisement
গ্রিডে বিপত্তি দেখা দিতেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্রগুলি বসে যেতে থাকে৷ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, ময়মনসিং ডিভিশনের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷
এরই মধ্যে বাংলাদেশের আইসিটি ডিভিশনের মন্ত্রী জুনেইদ আহমেদ পালক জানিয়েছেন রাত আটটার মধ্যে ঢাকায় বিদুৎ সরবরাহ স্বাভাবিক হবে৷ রাত ৯টার মধ্যে চট্টগ্রাম সহ দেশের বাকি অংশে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে বলে জানিয়েছেন ওই মন্ত্রী৷ সাধারণ মানুষকে ধৈর্য ধরতে এবং গুজব না ছড়াতে অনুরোধ করেছেন তিনি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 6:27 PM IST