উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধেয়ে এল জাপানের দিকে! হঠাৎ তোলপাড় বিশ্ব রাজনীতি, যুদ্ধের দামামা?
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
শেষ বার, ২০১৭ সালে জাপানের উপর দিয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র।
#নয়াদিল্লি: হঠাৎই উত্তর কোরিয়ার ঘাতক হামলা জাপানের উপর। জাপান সূত্রে খবর, মঙ্গলবার একটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। সেটি সিওল, টোকিওর উপর দিয়ে গিয়েছে বলেও দাবি জাপানের। স্বাভাবিক কারণে হঠাৎ কোনও কার্যকারণ ছাড়া এই হামলার কথা শুনেই নড়েচড়ে বসেছে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলি।
শেষ বার, ২০১৭ সালে জাপানের উপর দিয়ে গিয়েছিল উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র। তখন আমেরিকার সঙ্গে নানারকম সমস্যা তৈরি হয়েছিল উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়া প্রশাসনের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, সে দেশের প্রশাসনের চোখে ধরা পড়েছে, একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র জাপানের মুইয়ং-রি এলাকা থেকে গিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের গতিপথ ছিল পূর্ব দিকে। সে দেশের সেনাপ্রধান জানিয়েছেন, ঘটনাক্রমের দিকে পূর্ণ নজর রাখছে প্রশাসন। পাশাপাশি প্রস্তুত থাকা হচ্ছে। আমেরিকার প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। দক্ষিণ কোরিয়ার খবরে শিলমোহর দিয়েছে জাপানের প্রশাসন। সে দেশের পক্ষ থেকেও বলা হয়েছে, বেশ কয়েকটি এলাকার মানুষদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে, পাশাপাশি তৈরি রয়েছে সে দেশের সেনা।
advertisement
advertisement
আরও পড়ুন: ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!
ঘটনার তীব্র নিন্দা করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তিনি বলেছেন, মনে করা হচ্ছে, আমাদের দেশের আকাশপথ দিয়ে একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উড়ে গিয়েছে এবং সাগরে পড়েছে। সাম্প্রতিক কালে বারংবার এমন ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যার নিন্দা করছে জাপান সরকার। গত সপ্তাহেই কম দূরত্বের ব্যালিস্টিক মিসাইল চালায় উত্তর কোরিয়া। টানা চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিওল ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এই ঘটনা ঘটে। সাম্প্রতিক কালে উত্তর কোরিয়ায় বাহুবল প্রদর্শনের বিরুদ্ধে দাঁড়িয়ে সেনা মহড়ার পথে হাঁটে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়া। পাল্টা নিজের মনোভাব স্পষ্ট করে দিতেই এই ক্ষেপনাস্ত্র ছোড়়া হয়েছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 04, 2022 10:46 AM IST