TRENDING:

এবছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স, সেরা দশেই আসতে পারল না ভারত

Last Updated:

এবছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স, সেরা দশেই আসতে পারল না ভারত

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মানুসী চিল্লারের পর সকলেই তাকিয়ে ছিল মিস ইউনিভার্সের দিকে। মুকুট উঠবে কি শ্রদ্ধা শশীধরের মাথায়। সেই নিয়ে চলছিল জল্পনা। কিন্তু হতাশ করে ভারতীয় সুন্দরী শেষ করলেন ১৬ তম স্থানে। এবারের মিস উইনিভার্স দক্ষিণ আফ্রিকার সুন্দরী নেল পিটার্স। ফার্স্ট রানার আপ হলেন মিস কলম্বিয়া। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানে সাক্ষী থাকল দর্শক।
advertisement

লড়াই চলছিল কয়েকদিন ধরেই। বিরানব্বই দেশের সুন্দরীর ডেস্টিনেশন ছিল লাস ভেগাস। সেখানেই বসেছিল মিস ইউনিভার্সের আসর। চলছিল জোর লড়াই। সকলেই তাকিয়ে ছিল শ্রদ্ধা শশীধরের দিকে। কিন্তু হতাশ করলেন ভারতীয় সুন্দরী। ১৬তম স্থানে শেষ করলেন তিনি।

ফাইনালে লড়াইটা ছিল জমজমাট। কেউ এক ইঞ্চি জমি ছেড়ে দিতে রাজি ছিলেন না। অনুষ্ঠানের সঞ্চালক স্টিভ হার্ভেও গোটা অনুষ্ঠান মাতিয়ে রেখেছিলেন। র‍্যাম্পে মডেলেদের ঝড় তোলা থেকে শুরু করে গানের জমজমাট পারফরম্যান্সও হল জমজমাট।

advertisement

শেষ পর্যন্ত এল সেই মুহূর্ত। দক্ষিণ আফ্রিকার নেল পিটার্সের নাম ঘোষণা করা হলেই উচ্ছ্বাসে ফেটে পড়লেন তিনি। ফার্স্ট রানার আপ হলেন মিস কলম্বিয়া। সব মিলিয়ে এক জমজমাট অনুষ্ঠানে সাক্ষী থাকল দর্শক।

বাংলা খবর/ খবর/বিদেশ/
এবছরের মিস ইউনিভার্স দক্ষিণ আফ্রিকার নেল পিটার্স, সেরা দশেই আসতে পারল না ভারত