বিজ্ঞানীরা বলছেন, না, ভারত থেকে এই সূর্যগ্রহণের দেখা মিলবে না। নাসার তরফ থেকে বলা হয়েছে, দক্ষিণ আমেরিকার কয়েকটি অংশ যেমন চিলি, আর্জেন্টিনা, উরুগুয়ের বেশিরভাগ অংশ, পশ্চিম প্যারাগুয়ে, দক্ষিণ-পশ্চিম বলিভিয়া, দক্ষিণ-পূর্ব পেরু ও দক্ষিণ-পশ্চিম ব্রাজিল থেকে এই গ্রহণের দেখা মিলবে।
আরও পড়ুন: রাজ্য সরকারের এই দফতরে বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, আজই বিশদে জানুন
advertisement
পাশাপাশি, এই গ্রহণ দেখা যাবে আন্টার্টিকার কয়েকটি অংশ, আটলান্টিক সাগরের কয়েকটি উপকূল থেকেও। ভারত থেকে গ্রহণের দেখা মিলবে না। পৃথিবী ও সূর্যের মধ্যে যখন চাঁদ এসে পড়ে, তখন গ্রহণের মতো ঘটনা ঘটে। তবে এই গ্রহণের ক্ষেত্রে সেই ঘটনা ঘটবে আংশিক। অর্থাৎ, এটিকে আংশিক সূর্যগ্রহণ বলা চলে। নাসার তরফ থেকে বলা হয়েছে, এই গ্রহণটি সূর্যের ৬৫ শতাংশ পর্যন্ত ঢেকে দিতে পারবে। তবে ভারত থেকে এটি দেখা যাবে না। সেই কারণে, যে ভারতের বাসিন্দারা এই গ্রহণ দেখতে আগ্রহী, তাঁরা নজর রাখতে পারেন ইউটিউবে।
আরও পড়ুন: গরম চায়ের সঙ্গে সিগারেটের সুখটান, শরীরে কী মারাত্মক ক্ষতি হচ্ছে জানেন?
পাশাপাশি, এই একই দিনে দেখা দেবে কালো চাঁদ। মাসের দ্বিতীয় নিউ মুন দেখা যাবে এই দিনটিতে। এই নিউ মুনকে সাধারণত ব্ল্যাক মুন বা কালো চাঁদ বলেও ডাকা হয়। তবে এই কালো চাঁদের নির্দিষ্ট কোনও সংজ্ঞা নেই। এটি কেবল মাত্র নিউ মুনকেই বোঝায়। কারণ, চাঁদ তো সবসময় কালো, চাঁদের নিজস্ব কোনও আলো নেই।