নেপালের খুম্বু হিমবাহের ‘ফ্যান্টম অ্যালি’-তে বরফে মোড়া চূড়ায় ধরা দিয়েছে তুষারচিতা৷ তার ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিট্টিয়া লিখেছেন ‘‘বিশ্বের কঠিনতম শ্বাপদ-তুষারচিতা৷’’ এই বিরল প্রাণীর ছবি ক্যামেরাবন্দি করার জন্য তাঁকে প্রায় ১৬৫.৭ কিমি পথ ব্যাকপ্যাক নিয়ে ট্রেকিং করতে হয়েছে৷
অন্য ছবিতে আলোকচিত্রী কিট্টিয়া তুষারচিতার ছবি শেয়ার করেছেন মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট পুমোরির ছায়ায়৷ ক্যাপশনে জানান এভারেস্ট বেস ক্যাম্পের কাছে গোরখশেপে তিনি তুষারচিতার ছবি তুলতে পেরেছেন, ১৮ হাজার ফিট উচ্চতায়৷
advertisement
আরও পড়ুন : ২০ দিন বয়সি অসুস্থ কন্যাসন্তানকে হত্যার দায়ে গ্রেফতার তরুণী মা
কিট্টিয়ার কথায় ‘‘বিশ্বের জনবিরলতম অংশে, শ্বাসকষ্টে প্রায় দমবন্ধ হয়ে যাওয়ার মতো বিপজ্জনক খাড়াই পাড়ি দিয়ে, শৃঙ্গ পাড়ি দিয়ে, শীতল মরু পেরিয়ে পাওয়া এই ছবিগুলি ছিল কঠিনতম এবং আমার সেরা পুরস্কার৷’’
আলোকচিত্রী কিট্টিয়ার তোলা ছবি এখন নেট মাধ্যমে ভাইরাল৷ অ্যানিম্যাল প্ল্যানেট, নেপালের মার্কিন দূতাবাস-সহ সরকারি ও বেসরকারি বিভিন্ন নামী প্রতিষ্ঠান তাঁর ছবি শেয়ার করেছেন৷
নেটিজেনরা তুষারচিতাকে দেখে মুগ্ধ৷ উচ্ছ্বসিত বার্তায় ভেসে যাচ্ছেন কিট্টিয়া এবং তাঁর তোলা ছবি৷