TRENDING:

প্রথমে অফিসের টয়লেট, তার পর হোটেল… বিদেশে গিয়ে ধর্ষন, ১৮ বছর আগের অপরাধে অবশেষে মিলল শাস্তি!

Last Updated:

২০০৭ সালে সিঙ্গাপুরের ‘পিপলস অ্যাসোসিয়েশন’ (PA)-এ কর্মরত ছিলেন রঞ্জিত প্রসাদ। যুবকদের নিয়ে কাজ করত সে। সেই সময় ১৬ বছরের এক কিশোর তার সংস্থার যুব নেটওয়ার্ক প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী হয়। তার পরেই ভয়ঙ্কর কাণ্ড!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিঙ্গাপুর: সিঙ্গাপুরে ১৮ বছর আগের এক ধর্ষণের মামলায় ভারতীয় বংশোদ্ভূত রঞ্জিত প্রসাদকে ১০ বছর, ছয় মাসের কারাদণ্ড দিল আদালত। ২০০৭ সালে ১৬ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয় সে। নিজের প্রভাব খাটিয়ে একাধিকবার সেই কিশোরকে লালসার শিকার করেছিল রঞ্জিত। অবশেষে বিচারের রায় শোনালো আদালত।
২০০৭ সালে ১৬ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয় সে। নিজের প্রভাব খাটিয়ে একাধিকবার সেই কিশোরকে লালসার শিকার করেছিল রঞ্জিত। অবশেষে বিচারের রায় শোনালো আদালত। (Representative Image)
২০০৭ সালে ১৬ বছরের এক কিশোরকে যৌন নির্যাতন করার অভিযোগে অভিযুক্ত হয় সে। নিজের প্রভাব খাটিয়ে একাধিকবার সেই কিশোরকে লালসার শিকার করেছিল রঞ্জিত। অবশেষে বিচারের রায় শোনালো আদালত। (Representative Image)
advertisement

দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ

মা, মেয়েকে একসঙ্গে ‘অন্তঃসত্ত্বা’ করেছেন! যুবকের ‘দাবি’তে তাজ্জব সবাই, নিজেই ফলাও করে শোনালেন ‘জোড়া’ প্রেমের ‘গল্প’! 

২০০৭ সালে সিঙ্গাপুরের ‘পিপলস অ্যাসোসিয়েশন’ (PA)-এ কর্মরত ছিলেন রঞ্জিত প্রসাদ। যুবকদের নিয়ে কাজ করত সে। সেই সময় ১৬ বছরের এক কিশোর তার সংস্থার যুব নেটওয়ার্ক প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী হয়। সেই সুযোগে প্রথমে অফিসের টয়লেটে, পরে এক হোটেলে তাকে ধর্ষণ করেন রঞ্জিত। ভয়ে এতদিন চুপ ছিল ছেলেটি। কিন্তু ২০২০ সালের ২৪ আগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।

advertisement

অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?

খুশি হলে স্ত্রী করতেন এক ‘অদ্ভুত’ দাবি! দ্বিতীয় স্বামীও পূরণ করতে পারলেন না…সত্যিটা জানার পর হতবাক পুলিশ!

কী বলল আদালত?

মামলাটি দীর্ঘদিন চলার পর সম্প্রতি আদালত রায় ঘোষণা করেছে। বিচারপতি জন এনজি বলেন, রঞ্জিত তার পদমর্যাদার অপব্যবহার করেছে এবং তার কাজ নির্যাতিতের জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে। সব দিক বিবেচনা করে আদালত তাকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।

advertisement

রঞ্জিত কি শাস্তি মেনে নিয়েছে?

জানা গিয়েছে, রঞ্জিত প্রসাদ আদালতের এই রায় চ্যালেঞ্জ করতে চায়। যদিও আপাতত তাকে কারাগারেই থাকতে হবে। এই ঘটনায় ফের একবার স্পষ্ট, অপরাধের বিচার দেরিতে হলেও একদিন ঠিকই হয়!

বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রথমে অফিসের টয়লেট, তার পর হোটেল… বিদেশে গিয়ে ধর্ষন, ১৮ বছর আগের অপরাধে অবশেষে মিলল শাস্তি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল