দিনে কতক্ষণ হাঁটলে শরীর ‘ফিট’ থাকে? সকাল না সন্ধ্যা, কোনটা হাঁটার ‘ঠিক’ সময়? জানুন চিকিৎসকের পরামর্শ
২০০৭ সালে সিঙ্গাপুরের ‘পিপলস অ্যাসোসিয়েশন’ (PA)-এ কর্মরত ছিলেন রঞ্জিত প্রসাদ। যুবকদের নিয়ে কাজ করত সে। সেই সময় ১৬ বছরের এক কিশোর তার সংস্থার যুব নেটওয়ার্ক প্রোগ্রামে যোগ দিতে আগ্রহী হয়। সেই সুযোগে প্রথমে অফিসের টয়লেটে, পরে এক হোটেলে তাকে ধর্ষণ করেন রঞ্জিত। ভয়ে এতদিন চুপ ছিল ছেলেটি। কিন্তু ২০২০ সালের ২৪ আগস্ট পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি।
advertisement
অতিরিক্ত ঘাম হচ্ছে? কোন ভিটামিনের ঘাটতি শরীরে, জানলে চমকাবেন! বড় ক্ষতির আশঙ্কা আছে কি?
কী বলল আদালত?
মামলাটি দীর্ঘদিন চলার পর সম্প্রতি আদালত রায় ঘোষণা করেছে। বিচারপতি জন এনজি বলেন, রঞ্জিত তার পদমর্যাদার অপব্যবহার করেছে এবং তার কাজ নির্যাতিতের জীবনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে। সব দিক বিবেচনা করে আদালত তাকে ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে।
রঞ্জিত কি শাস্তি মেনে নিয়েছে?
জানা গিয়েছে, রঞ্জিত প্রসাদ আদালতের এই রায় চ্যালেঞ্জ করতে চায়। যদিও আপাতত তাকে কারাগারেই থাকতে হবে। এই ঘটনায় ফের একবার স্পষ্ট, অপরাধের বিচার দেরিতে হলেও একদিন ঠিকই হয়!