তিনি অভিযোগ জানিয়েছেন তাঁকে ও তাঁর ধর্মকে অপমান করা হয়েছে । এবছর এপ্রিল মাসে , ওই কর্মকর্তারা তাঁকে হেনস্থা করেন । জোর করে তাঁর পাগড়ি খুলে নেওয়া হয় । স্ত্রী ও তিন সন্তানের সামনেই তাঁর চুল ধরে বলপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়া হয় । পাকিস্তানে বসবাসকারী শিখদের অবস্থা এরকমই, জানিয়েছেন তিনি । ওই ঘটনার পর থেকেই মেডিকেল লিভে আছেন তিনি ।
advertisement
পাকিস্তানের শিখ গুরুদ্বার প্রবন্ধক কমিটির সভাপতি তারা সিংহের বিরুদ্ধেও হেনস্থার অভিযোগ এনেছেন গুলাব সিংহ । ওই বাড়ি প্রবন্ধক কমিটিরই সম্পত্তি ।
অপসারণ বোর্ডের কর্তারা জানিয়েছেন তাঁরা পুলিশের অনুমতি নিয়েই সেখানে গিয়েছিলেন । তাঁদের বক্তব্য গুরুদ্বারের সম্পত্তিতে বেআইনিভাবে বসবাস করছিলেন গুলাব সিংহ ও তাঁর পরিবার ।
আরও পড়ুন: 'ডাইং টু সারভাইভ': এবার ভারত থেকে ক্যান্সার-বিরোধী ওষুধ আমদানি করতে চায় চিন
কিন্তু গুলাব সিংহ জানিয়েছেন ১৯৪৭ সাল থেকেই ওই বাড়িতে থাকতেন তাঁর পরিবার । সঠিক সময়ে বাড়িভাড়াও মিটিয়ে এসেছেন তাঁরা । কেন নোটিশ পাঠিয়ে বাড়ি খালি করার কথা বলা হয়নি, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি ।
পাকিস্তানে বেশ কিছু বছর ধরেই বেড়েছে হিংসামূলক অপরাধ । এই ঘটনা সেই বিষয়টিকে আরও একবার সামনে আনল ।