সূত্রের খবর, মুফতি মহম্মদ হুসেন নিমির মৃত্যুবার্ষিকিতে একটি জনসভার আয়োজন করা হয় জামিয়া নীমিয়া সেমিনারিতে৷ সেখানেই ছাত্রদের উদ্দেশে ভাষণ দিতে মঞ্চে উঠছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ সেই সময়ই আচমকা নওয়াজের মুখ লক্ষ্য করে জুতো ছুঁড়ে মারেন ওই প্রাক্তন ছাত্র৷ আকস্মিক এই ঘটনায় স্তম্ভিত হয়ে যান প্রাক্তন প্রধানমন্ত্রী৷ জামিয়া নীমিয়া সেমিনারির নিরাপত্তারক্ষীরা তার দিকে ছুটে যান৷ তাকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেন৷
advertisement
অভিযুক্ত ছাত্রের নাম তালহা মুনাওয়ার৷ সে আপাতত চিকিৎসার জন্য লাহোরের সার্ভিস হাসপাতালে ভর্তি রয়েছেন৷ তালহা মুনাওয়ার ছাড়াও আরও দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ৷
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মুনাওয়ার তেহরিক-ই-লাবাইক ইয়া রাসুল আল্লাহ-র সদস্য৷ যেটি একটি ইসলামিক রাজনৈতিক দল৷ জানা গিয়েছে, সেমিনারির নিরাপত্তারক্ষীরা
#WATCH - Shoe thrown at former Pakistan PM Nawaz Sharif at Jamia Naeemia in Lahore. pic.twitter.com/mGtiqVNzpz
advertisement— News18 (@CNNnews18) March 11, 2018