আরও পড়ুন: রাশিয়ার গোলাগুলিতে 'নিহত' ইউক্রেনের সেনা, অভিযোগে জোরাল যুদ্ধের পরিস্থিতি
'দ্য সান'-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে পেইসলি শুলটিস নামে ৬ বছরের একটি মেয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায়। কেউ বলতে পারেন না, কোথায় মেয়েটি! পুলিশ পাগলের মতো খোঁজ চালাতে থাকে, কিন্তু কোনও কিনারা করতে পারে না। একাধিকবার মেয়েটির বাবা -মা কিমবারলি আর কির্ক- এর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, কিন্তু কোনও সূত্র মেলে না! তবে, একটা জায়গায় পুলিশের ধ্বন্দ ছিল! তদন্তে পুলিশ জানতে পারে, কোনও অজানা কারণে মেয়েটির কাস্টডি তার জৈবিক পিতামাতা অর্থাৎ বায়োলজিক্যাল পেরেন্টস-দের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল! কেন এরকমটা হল? পুলিশ কিছুতেই সদুত্তর পাচ্ছিল না!
advertisement
পুলিশ যখন নানা জানা-অজানার দোলাচলে দুলছে, ঠিক তখনই পুলিশের কাছে একটি লিড আসে! গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউ ইয়র্কের স্পেন্সার সিটি-র প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে একটি মেয়েকে অপহরণ করে লুকিয়ে রাখা হয়েছে! সার্চ ওয়ারেন্ট ইস্যু করে পুলিশ বাড়িটা রেইড করে। ১ ঘণ্টা খোঁজার পর বাড়ির সিঁড়িটা দেখে পুলিশ বাহিনীর কেমন যেন সন্দেহ হয়। ভাল করে খুঁটিয়ে দেখতেই স্পষ্ট হয়, সিঁড়িটা আসলে দরজা হিসাবে কাজ করে। চাপ দিতেই খুলে যায় সেই দরজা।
পুলিশরা হতভম্ব হয়ে যান দেখে যে সিঁড়ির পিছনে রয়েছে আস্ত একটি ঘর। একগ্কেবারে গোপন কুঠুরি। আর সেখানে যা দেখলেন, পুলিশ বাহিনীর মুখ থেকে আর 'রা' সড়ছিল না! চোখ কপালে, চক্ষু চড়কগাছ! আধো-অন্ধকার সেই ঘরটিতে বসে রয়েছে নিখোঁজ মেয়েটি আর তাঁর পাশে বসে খোদ মেয়েটির মা কিমবার্লি (girl found underneath the staircase) । মা-বাবাকে জেরা করে জানা যায়, তাঁদের কাছ থেকে মেয়ের কাস্টডি ছিনিয়ে নেওয়া হয়েছিল। মেয়েকে হারাতে হবে, এই ভয়ে মেয়েকে ওইভাবে লুকিয়ে রেখেছিলেন তাঁরা। খবর ছড়িয়ে দিয়েছিলেন মেয়ে নিখোঁজ। পুলিশ জানতে পারে, ওই বাড়িটি নিখোঁজ মেয়েটির দাদুর। ঘটনায় মেয়েটির বাবা- মা ও দাদুকে গ্রেফতার করে পুলিশ।