এই উদ্ধার অভিযানেই ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশ, নেপাল এবং টিউনিশিয়ার নাগরিকদেরও উদ্ধার করেছে ভারত৷ এর পাশাপাশি একজন পাকিস্তানি নাগরিককেও ইউক্রেন থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় আধিকারিকরা৷
আরও পড়ুন: এই শিশুটিকে চিনে রাখুন, ওর সাহসিকতা আর জীবনযুদ্ধ অবাক করেছে গোটা বিশ্বকে!
ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধারকাজ শুরু করেছে ভারত সরকার৷ কিন্তু ইউক্রেনের উত্তরপূর্ব অংশের শহর সুমিতে আটকে থাকা প্রায় সাতশো পড়ুয়াকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয় ভারতকে৷
advertisement
আরও পড়ুন: গোপনে হচ্ছে চাষ, দাম কেজিপ্রতি ১৬ কোটি টাকা! বাংলাদেশের এই চা-এর রহস্য কী?
এর পরেই রাশিয়া এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার পরেই রাশিয়ার তরফে মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে বারোটা থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়৷ সুমি সহ ইউক্রেনে আটক ভারতীয় সহ অন্যান্য দেশের নাগরিকদের নিরাপদে বের করে আনতে মানব করিডরেরও ঘোষণা করা হয়৷ এর পরই সুমিতে আটকে পড়া ৬৯৪ জন ভারতীয়কেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে৷
এখনও পর্যন্ত ইউক্রেনে আটকে পড়া ১৮ হাজার ভারতীয়কে বিশেষ বিমানে দেশে ফেরানো হয়েছে৷ গত ২২ ফেব্রুয়ারি থেকে এই উদ্ধার অভিযান শুরু হয়৷ ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পুরোদস্তুর যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে৷