নতুন এই আইনের মাধ্যমে বেলজিয়াম যে যৌনকর্মীদের মৌলিক অধিকারকে প্রথম সম্মান জানাল তাই নয়, আর পাঁচটা পেশার মতোই এই পেশাকেও একই ভাবে স্বীকৃতিও দিল তারা। যৌনকর্মীদেরও অন্য অফিসের মতো কন্ট্রাক্ট থাকবে, পাবেন স্বাস্থ্য বিমার সুবিধাও। এবার থেকে তাঁরাও অবসরের পর পেনশন পাবেন। এমনকী কর্তব্যরত অবস্থায় মাতৃত্বকালীন ছুটি পাবেন। আবার শরীর খারাপ হলে তার জন্য ‘সিক লিভ’ থাকবে যৌনকর্মীদের।
advertisement
আরও পড়ুন- নৃশংস হত্যা, স্বামীর দেহ ৩০ টুকরো করল স্ত্রী! প্লাস্টিকে ভরে ছড়ানো হল শহরে
২০২২ সালে বেলজিয়ামে যৌন পেশাকে বৈধতা দেওয়া হয়েছিল। বেলজিয়াম ছাড়াও জার্মানি, গ্রিস, নেদারল্যান্ডস, তুরস্ক-সহ আরও বেশ কিছু দেশে যৌন পেশাকে বৈধ ঘোষণা করা হয়েছে। তবে যৌনকর্মীদের অধিকার প্রতিষ্ঠা বেলজিয়ামেই প্রথম ঘটল। এবার থেকে কর্মসংস্থানের শংসাপত্র দেওয়া হবে যৌনকর্মীদের।
আরও পড়ুন- উথাল পাতাল নদীতে উল্টে গেল বোট! ৮ জনের মৃত্যু, ১০০ জনের বেশি নিখোঁজ
কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আইনি সুরক্ষা দেওয়া মূল লক্ষ্য এই আইনের। আর তাই ‘প্যানিক বাটন’-এর মতো সুবিধা আনা হচ্ছে। কারও ব্যবহারে অস্বস্তি বোধ করলে সেই বোতামে চাপ দিয়ে সাহায্য চাইতে পারবেন যৌনকর্মীরা। তবে বেলজিয়ামের একাংশে এর পরও নতুন আইন নিয়ে প্রশ্ন উঠছে। অনেকেই আবার বিরোধিতা করছেন এই আইনের। তবে স্বাভাবিকভাবেই এই আইন হাসি ফুটিয়েছে যৌনকর্মীদের মুখে।