TRENDING:

কারা করোনা হলে বেঁচে যাবেন ! আর কাদের হবে মৃত্যু? জানাচ্ছে সমীক্ষা!

Last Updated:

কোভিড ১৯ আক্রান্ত হলেই মৃত্যু একমাত্র পরিণতি নয়, এর নেপথ্যে জুড়ে থাকে অন্য কিছু শারীরিক কারণও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# আমেরিকা:  সংক্রমণের ক্ষেত্রে স্বাভাবিক ভাবেই ভাইরাস বয়স বিচার করে না। যে কোনও শ্রেণির, যে কোনও বয়সের মানুষেরই হতে পারে ভাইরাস সংক্রমণ। বাড়াবাড়ি হলে মৃত্যুও অস্বাভাবিক নয়। করোনাকালে এই রোগের প্রকোপে প্রাণ দিয়েছেন, এমন স্বাস্থ্যবান তরুণের সংখ্যাও নেহাত কম নয়। অথচ সম্প্রতি প্রকাশিত একটি সমীক্ষা যা বক্তব্য পেশ করতে চাইছে এ ব্যাপারে, তা শুনলে বেশ অবাক হতে হয়। কেন না, সমীক্ষার দাবি- শুধু করোনার আক্রমণ হলে হয় তো বা বেঁচে ফিরতেন ওই তরুণেরা। মুশকিলটা করেছে আসলে তাঁদের শরীরের অভ্যন্তরের কিছু প্রক্রিয়া। যার জেরে করোনার সঙ্গে যুদ্ধে শেষ পর্যন্ত জীবনের ময়দান থেকে পিছু হটতে হয়েছে তাঁদের!
advertisement

মার্কিন যুক্তরাষ্ট্রের রকফেলার ইউনিভার্সিটির এ হেন সমীক্ষা প্রাথমিক ভাবে হয় তো মনে বিরক্তিই জাগাবে! কেন না, কোভিড ১৯-এর প্রকোপে অকালে হারিয়ে যাচ্ছে যে প্রাণ, তার প্রতি সবার আগে আমাদের মনে প্রকাশ পায় সমবেদনা। সঙ্গে জাগায় কিছুটা ভয়। অথচ এই যে সমীক্ষার দাবি, তা কি শেষ পর্যন্ত দায়মুক্ত করতে চায় করোনাকেই?

advertisement

এ রকমটা মনে করলে সম্ভবত ভুলের দিকেই এগিয়ে যাব আমরা। আসলে যে কোনও সমীক্ষাই তো বিজ্ঞানভিত্তিক একটি দাবি তুলে ধরতে চায়। রকফেলার ইউনিভার্সিটির গবেষকদেরও সেটাই মুখ্য উদ্দেশ্য। সমীক্ষার এই ফলাফল সবার সামনে তুলে ধরে শেষ পর্যন্ত তাঁরা বিশ্বকে মুক্তি দিতে চাইছেন করোনা সম্পর্কিত অহেতুক উদ্বেগ থেকেই। বলতে চাইছেন- কোভিড ১৯ আক্রান্ত হলেই মৃত্যু একমাত্র পরিণতি নয়, এর নেপথ্যে জুড়ে থাকে অন্য কিছু শারীরিক কারণও।

advertisement

তা, সেই কারণগুলো হিসেবে ঠিক কী কী যুক্তি আমাদের সামনে নিয়ে এল এই সমীক্ষা?

মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকদের দাবি, যে স্বাস্থ্যবান তরুণেরা এই রোগে প্রাণ হারিয়েছেন, তাঁদের মধ্যে ১০ শতাংশের শরীরের অ্যান্টিবডি চালিত হয়েছিল ভুল পথে। তাঁদের শরীরের অ্যান্টিবডি করোনা জীবাণুকে প্রতিহত করার বদলে আঘাত হেনেছে দেহের সুরক্ষা বন্দোবস্ত বা ইমিউন সিস্টেমকে। এই নজির বাদ দিলে বাকি ৩.৫ শতাংশ তরুণের মৃত্যুর কারণ জিনঘটিত দুর্বলতা। তবে দুই ক্ষেত্রেই দায়ী মূলত টাইপ আই ইন্টারফেরন, যা ১৭টি প্রোটিনের সমণ্বয়ে তৈরি হয়ে থাকে, দেহকে ভাইরাসের আক্রমণ থেকে বাঁচাতে যার ভূমিকাই প্রধান এবং অপরিসীম। গবেষণা দাবি করছে আরও- এই ফলাফল থেকেই স্পষ্ট কেন একই বয়সের এক মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যের চেয়ে কম হয়ে থাকে!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

 

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
কারা করোনা হলে বেঁচে যাবেন ! আর কাদের হবে মৃত্যু? জানাচ্ছে সমীক্ষা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল