তারপর ? ভাগ্যের জোরে রক্ষা পেয়ে গেলেন ওই ব্যক্তি। কিন্তু কীভাবে ? গায়ে কাঁটা দেওয়া সেই দৃশ্য ক্যামেরা বন্দি হয়েছে এবং তা নিয়ে মানুষের মনে উত্তেজন এখন তুঙ্গে!
ঘটনাটি ঘটেছে ইয়োরোপের নেদারল্যান্ডস-এ। রেলওয়ে ইনফ্রাস্ট্রাকটার এজেন্সির তরফে প্রকাশ করা ভিডিয়োতেই উঠে এসেছে প্রহরীবিহীন রেল ক্রসিংয়ে ভয়ঙ্কর বিপদের সেই দৃশ্য! ভিডিওতে ধরা পড়েছে, রেল ক্রসিংয়ের ধারে এক সাইকেল আরোহী এলেন। তখন একটি ট্রেন পাস করায় তিনি দাঁড়িয়ে অপেক্ষা করলেন। ট্রেনটি চলে যেতেই তিনি সাইকেল চালিয়ে রেল লাইন পার হচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আরেকটি ট্রেন দুরন্ত গতিতে আসছিল।
advertisement
আরোহী বিপরীত দিক থেকে আসা ওই ট্রেনটিকে দেখতে পাননি। তিনি প্রাণপণ জোরে সাইকেল চালিয়ে পার হওয়ার চেষ্টা করেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা ট্রেনটি তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। ভাগ্যের জোরে অল্পের জন্য বেঁচে যান সাইকেল আরোহী। ইউটিউবে ইতিমধ্যেই ৮ লক্ষেরও বেশি লোক ভিডিয়োটি দেখে ফেলেছেন।
দেখুন সেই ভিডিও--