TRENDING:

করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালানো ৪ জঙ্গিই খতম নিরাপত্তারক্ষীদের হাতে !

Last Updated:

ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে দিনের আলোতেই সোমবার করাচির হাই সিকিউরিটি জোনে হামলা চালায় জঙ্গিরা ৷ যার জেরে স্বভাবতই আতঙ্ক ছড়ায় সর্বত্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#করাচি:  সোমবার সকাল সকালই করাচির পাকিস্তান স্টক এক্সচেঞ্জের বিল্ডিংয়ে ঢুকে পড়ে হামলা চালায় চার বন্দুকবাজ ৷ গ্রেনেড হামলার পাশাপাশি এলোপাথাড়ি গুলি চালাতে থাকে তারা ৷ শেষপর্যন্ত চার জন জঙ্গিকেই খতম করতে সফল হল নিরাপত্তাবাহিনী ৷
advertisement

ভারী আগ্নেয়াস্ত্র নিয়ে দিনের আলোতেই করাচির হাই সিকিউরিটি জোনে হামলা চালায় জঙ্গিরা ৷ যার জেরে স্বভাবতই আতঙ্ক ছড়ায় সর্বত্র ৷ তিন জন জঙ্গিকে নিরাপত্তাকর্মীরা অনেক তাড়াতাড়ি খতম করতে সক্ষম হলেও বিল্ডিংয়ের ভিতর আরও বেশি সময় ধরে লুকিয়ে ছিল এক জঙ্গি ৷ শেষ পর্যন্ত পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম এবং ভারতের সংবাদসংস্থা এএনআই নিরাপত্তারক্ষীদের হাতে চতুর্থ জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করে ৷ পুলিশ এরপর গোটা এলাকা সিল করে দেয়। এলাকায় আর কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কিনা তা  খুঁজে দেখা হচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, চার জঙ্গির পাশাপাশি স্টক এক্সচেঞ্জের চার নিরাপত্তা কর্মী, এক সাব ইন্সপেক্টর-সহ সবমিলিয়ে মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ জন। জঙ্গিরা স্টক এক্সচেঞ্জের মূল গেটে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। তার পর বিল্ডিং চত্বরে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে জানা গিয়েছে।এই ঘটনা প্রসঙ্গে করাচির পুলিশ প্রধান গুলাম নবি মেনন জানান, ‘‘ চারজন বন্দুকধারীকে আমরা খতম করেছি। ওরা একটি সিলভার রঙের টয়োটা করোলা গাড়িতে করে স্টক এক্সচেঞ্জে এসেছিল।তল্লাশি ও অভিযান এখনও জারি রয়েছে।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
করাচিতে পাকিস্তান স্টক এক্সচেঞ্জে হামলা চালানো ৪ জঙ্গিই খতম নিরাপত্তারক্ষীদের হাতে !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল