TRENDING:

Russia Ukraine Tension: ইউক্রেনে মিলিটারি অপারেশন রাশিয়ার! 'বিরাট যুদ্ধ' শুরু, সতর্কবার্তা বাইডেনেরও

Last Updated:

Russia Ukraine Tension: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেনে মিলিটারি অপারেশেন শুরু হয়েছে। এবং ইউক্রেনের সেনাকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মস্কো: ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করার জন্য দেশের সেনাবাহিনীকে ব্যবহার করতে ভ্লাদিমির পুতিনকে আগেই অনুমতি দিয়েছিল রাশিয়ার সংসদ (Russia Ukraine Tension)৷ মঙ্গলবার রাশিয়ার সংসদের উচ্চকক্ষ সর্বসম্মতি ক্রমে এই প্রস্তাবে সায় দিয়েছিল৷ যার অর্থ ছিল, ইউক্রেনে (Ukraine Tension) ঢুকে রাশিয়ার সেনা রুশপন্থী বিচ্ছিন্নবাদীদের সমর্থন করলে তাতে পূর্ণ সমর্থন থাকবে রাশিয়ার সংসদের৷ আর এর পরপরই ইউক্রেনে সেনা অভিযান শুরু করে দিলেন ভ্লাদিমির পুতিন। অপরদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্‌স্কি এ বিষয়ে রুশ জনতাকে রুখে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তিনি। মধ্যরাতে জাতির উদ্দেশে ভাষণে জেলেন্‌স্কি বলেন, ''ইউরোপে একটা বিরাট যুদ্ধ শুরু করতে চলেছে রাশিয়া। রুশ জনতার কাছে আবেদন, আপনারা এই নিষ্ঠুর আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান।''
মাত্র কয়েক সপ্তাহ আগেই মস্কোয় গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন৷
মাত্র কয়েক সপ্তাহ আগেই মস্কোয় গিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছিলেন ফরাসি প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাকরন৷
advertisement

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সারা বিশ্বের প্রার্থনা আজ রাতে ইউক্রেনের জনগণের সঙ্গে রয়েছে। কারণ তারা রাশিয়ান সামরিক বাহিনীর দ্বারা একটি অপ্রীতিকর এবং অযৌক্তিক আক্রমণের শিকার হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন যা জীবনহানি এবং মানুষের দুর্ভোগ নিয়ে আসবে।''

advertisement

সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, ইউক্রেনে মিলিটারি অপারেশেন শুরু হয়েছে। এবং ইউক্রেনের সেনাকে অস্ত্র নামিয়ে রাখার আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতিতে ইউক্রেনে জরুরি অবস্থা ঘোষণা করেছেন জেলেন্‌স্কি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদও মনে করছে, হামলা রাশিয়া করবেই। রাষ্ট্রপুঞ্জের প্রধান ইতিমধ্যেই পুতিনকে অনুরোধ করেছেন সেনা আগ্রাসন বন্ধ করতে। কিন্তু তা যে হয়নি, রুশ সেনার অভিযান থেকেই তা স্পষ্ট।

advertisement

আমেরিকাও জানাচ্ছে, ইউক্রেন-রাশিয়া সীমান্তের উত্তর, পূর্ব এবং দক্ষিণ দিক দিয়ে পুরোদস্তর হামলা চালানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ফেলেছে রুশ সেনা। হামলা এখন কেবল সময়ের অপেক্ষা। যদিও নিজের ভাষণে জেলেন্‌স্কি বার বার দাবি করেছেন, তাঁর দেশ রাশিয়ার কাছে মোটেও আতঙ্কের কারণ নয়। তিনি বলেন, ‘‘ইউক্রেনের জনতা এবং সরকার শান্তি চায়। কিন্তু যদি আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, শেষ নিশ্বাস পর্যন্ত লড়াই জারি থাকবে।’’

advertisement

আরও পড়ুন: পুতিনের পাশে রাশিয়ার সংসদ, ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন

পূর্ব ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করে ২১ ফেব্রুয়ারি দেশটির রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই দিনে তিনি অঞ্চল দুটিতে সেনা পাঠানোরও নির্দেশ দিয়েছিলেন। পুতিনের এই পদক্ষেপে ইউক্রেনে সংকট আরও ঘনীভূত হয়েছিল। পুতিনের পদক্ষেপের পাল্টা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে পশ্চিমের একাধিক দেশ।

আরও পড়ুন: বিহার থেকে রাজ্যে ঢুকল একটি বোলেরো গাড়ি, যা মিলল ভিতরে, চক্ষু চড়কগাছ সকলের!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

এর আগে অবশ্য রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রক জানিয়েছিল, তারা পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে না৷ তার পরেও ইউক্রেনে ২০১৪ সাল থেকে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন চেয়ে ফেডারেশন কাউন্সিলের কাছে প্রস্তাব রেখেছিলেন পুতিন৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine Tension: ইউক্রেনে মিলিটারি অপারেশন রাশিয়ার! 'বিরাট যুদ্ধ' শুরু, সতর্কবার্তা বাইডেনেরও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল