আরও পড়ুন-Weather Update: আজ বৃষ্টির সম্ভাবনা নেই, আগামী ক’দিনে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস
রুশ প্রেসিডেন্ট পুতিনের পরবর্তী লক্ষ্য এবার মলডোভা হতে পারে ৷ অর্থাৎ ইউক্রেনের পর ইউরোপের আরেক প্রতিবেশী দেশের উপর হামলা করতে পারে রাশিয়া ৷ এমনটাই ইঙ্গিত দিলেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো (Belarus President Alexandar Lukashenko) ৷ তিনি কার্যত সাবধানই করে দিলেন মলডোভা-সহ অন্যান্য দেশগুলিকে ৷
advertisement
লুকাশেঙ্কোর কথায় শুধু ইউক্রেন জয় করেই হয়তো থামবেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ তাঁর পরবর্তী লক্ষ্য হতে পারে ইউরোপের আরেক ছোট দেশ মলডোভা ৷ এ বার ছোট প্রতিবেশী দেশগুলিতেও হামলা করবে রাশিয়া। এমনটাই দাবি লুকাশেঙ্কোর ৷
বেলারুশের প্রেসিডেন্টের দাবি, এর পর মলডোভা, রুসানিভিকা, কুরেনিকুয়ার মতো ছোট ছোট দ্বীপরাষ্ট্র ও অঞ্চলেও আক্রমণ করতে পারে রাশিয়া।