TRENDING:

Russia Ukraine War: 'অকুতোভয়' নায়ক! রুশদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ভিডিয়ো শেয়ার ‘হিরো’ জ়েলেনস্কির...

Last Updated:

Russia Ukraine War: নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করে নিজের অবস্থান শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি দ্বর্থহীন ভাষায় জানান, তিনি লুকিয়ে নেই এবং তিনি কাউকে ভয় পান না।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কিভ: রাজধানী কিয়েভ এখনও অধরা রাশিয়ান সেনার। বিশ্বের প্রথম সারির শক্তিশালী দেশ রাশিয়ার বিরুদ্ধে মরিয়া লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন সেনা (Russia Ukraine War)। এই মরিয়া লড়াইয়ের নেপথ্য নায়ক প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি। রাশিয়া বিরুদ্ধে লড়াইয়ে দেশবাসীকে নিজেদের মাতৃভূমি ও স্বাধীনতা রক্ষার লড়াইতে হাতে অস্ত্র তুলে নিতে বলেছিলেন প্রাক্তন এই কমেডিয়ান (Ukrainian President Volodymyr Zelensky)।
প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি
advertisement

আরও পড়ুন :  ভয়ঙ্কর ৫০০ কেজির রুশ বোমা এসে পড়ল ইউক্রেনের শহরে ! ছবি দেখেই আঁতকে উঠছেন মানুষ

ডাকে সারা দিয়েই ছাপোষা ইউক্রেনিয়রা হাতে তুলে নিয়েছিলেন অত্যাধুনিক অস্ত্র। এরইমধ্যে খারকিভ ধ্বংসস্তুপে পরিনত, রাজধানী কিভ হস্তগত না হলেও রাশিয়ান সেনা দ্বারা কার্যত অবরুদ্ধ। ইউক্রেনের আকাশ জুড়ে শেষ ১২ দিনে পোড়া বারুদের গন্ধ ছাড়া আর কিছুই যেন নেই! এরকরম অবস্থায় রাশিয়া নতুন করে হুমকি দিয়েছে এবার ইউক্রেনের শিল্প প্রতিষ্ঠানগুলিকে নিশানা বানাবে তাদের মিশাইল। স্বাভাবিকভাবেই এই হুমকির মুখে পড়ে আর চুপ করে বসে থাকতে পারেননি ইউক্রেনের প্রেসিডেন্ট, ভলদোমির জেলেনস্কি।

advertisement

প্রসঙ্গত মাঝে গুজব রটেছিল রাশিয়ার আক্রমণে (Russia Ukraine War) দেশ ছেড়ে পালিয়েছেন জ়েলেনস্কি। সেই গুজব মিথ্যে প্রমাণিত হয়েছে। আমেরিকা বারবার দাবি করে আসছে ইউক্রেনের প্রেসিডেন্টের জীবনে ঝুঁকি রয়েছে এবং তাঁকে হত্যা করার চেষ্টা হতে পারে, কিন্তু তা সত্ত্বেও দেশ ছেড়ে পালিয়ে না গিয়ে দেশের নাগরিকদের পাশে থাকার সিদ্ধান্তই নিয়েছেন জেলেনস্কি (Ukrainian President Volodymyr Zelensky)।

advertisement

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি পোস্ট করে নিজের অবস্থান শেয়ার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পাশাপাশি তিনি দ্বর্থহীন ভাষায় জানান, তিনি লুকিয়ে নেই এবং তিনি কাউকে ভয় পান না। তিনি লিখেছেন, “আমি কিয়েভের ব্যাঙ্কোভা স্ট্রিটে থাকছি। আমি লুকিয়ে নেই। দেশেকে বাঁচাতে এই যুদ্ধ জেতার জন্য যা প্রয়োজন সব কিছুই করতে হবে।”

আরও পড়ুন :  ইউক্রেনের ফার্স্ট লেডি! তাঁর জীবনের কাহিনি শুনলে চমকে যাবেন

advertisement

ইনস্টাগ্রামে ইউক্রেনের (Russia Ukraine War) প্রেসিডেন্ট যে ভিডিয়ো বার্তা শেয়ার করেছেন, সেই ভিডিয়োতে তিনি কিভের ছবিও দেখিয়েছেন। ভিডিয়ো দেখে বোঝা যাচ্ছে ওই বাড়িটিই এখন জ়েলেনস্কির কার্যালয়। পিছনে ইউক্রেনের জাতীয় পতাকা রেখে তিনি (Ukrainian President Volodymyr Zelensky) বলেন, “আজ আমাদের লড়াইয়ের ১২ তম সন্ধে। আমরা সকলেই যুদ্ধক্ষেত্রে রয়েছি এবং দেশের জন্য কাজ করছি। আমি কিভেই রয়েছি এবং আমার সঙ্গে আমার টিমও রয়েছে।”

ভিডিও বার্তায় জেলেনস্কি আরও বলেন, "রাশিয়া ঘোষণা করেছে যে আগামিকাল তারা আমাদের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে বোমা হামলা চালাবে। যার বেশিরভাগই আমাদের শহরগুলিতে অবস্থিত, আর এই প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলির আশেপাশে প্রচুর অসামরিক সাধারণ মানুষের বাস রয়েছে৷ তাই এই প্রতিরক্ষা শিল্পগুলিকে মিসাইলের লক্ষ্য বানানো আদপে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু আমি অবাক হচ্ছি আমি এ বিষয়ে এখনও বিশ্বের কোনও নেতার প্রতিক্রিয়া শুনতে পাইনি!"

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

রাশিয়ার বিরুদ্ধে অসম এই লড়াইয়ে জীবন বিপন্ন করে যুদ্ধক্ষেত্রে নেমে এসেছেন ইউক্রেনের সাধারণ নাগরিক থেকে সেলিব্রিটিরাও।এই পরিস্থিতিতে কোনওভাবেই তিনি যে দেশ ছেড়ে পালিয়ে যাননি, তাঁর সাহস ও মনোবল এতটুকু কমেনি, সেই বার্তাই ভিডিয়ো প্রকাশ করে দিতে চেয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সঙ্গে দেশবাসীর মনোবল চাঙ্গা করারও সুযোগ ছাড়তে চাননি তিনি।

বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: 'অকুতোভয়' নায়ক! রুশদের সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে ভিডিয়ো শেয়ার ‘হিরো’ জ়েলেনস্কির...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল