মোট ১৫৩ জন সাংসদ এই প্রস্তাবে সায় দিয়েছেন৷ কেউ বিপক্ষে যেমন ভোট দেননি, ভোটদানেও বিরতও থাকেননি কেউ৷
আরও পড়ুন: ইউক্রেন থেকে দেশে ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান, যাত্রীদের উল্লাসের ভিডিও ভাইরাল!
এর আগে রাশিয়ার (Russia) বিদেশ মন্ত্রক অবশ্য জানিয়েছিল যে তারা পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর কথা ভাবছে না৷ তার পরেও ইউক্রেনে ২০১৪ সাল থেকে লড়াই করা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ানোর জন্য দেশের সেনাবাহিনীকে ব্যবহারের অনুমোদন চেয়ে ফেডারেশন কাউন্সিলের কাছে প্রস্তাব রেখেছিলেন পুতিন৷
advertisement
আরও পড়ুন: ইউক্রেন উত্তেজনার মধ্যেই রাশিয়া চললেন ইমরান, সফরের সময় ঘিরে প্রশ্ন পাকিস্তানেই
ফেডারেশন কাউন্সিলের সামনে বক্তব্য রাখতে গিয়ে রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী নিকোলায় প্যানকোভ দাবি করেন, 'আলোচনা বন্ধ হয়ে গিয়েছে৷ ইউক্রেনের নেতৃত্ব হিংসা এবং রক্তপাতের পথ বেছে নিয়েছেন৷ এর পর আমাদের সামনে আর কোনও বিকল্প নেই৷' প্যানকোভ আরও অভিযোগ করেন, ন্যাটো ক্রমাগত ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে সাহায্য করছে৷ তাঁর দাবি, 'অন্যান্য রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা করতে এবং আগ্রাসন রুখতে রাশিয়া তৎপর হবেই৷'
সোমবারই পূর্ব ইউক্রেনের ডোনেটস্ক এবং লুগানস্ক অঞ্চলকে স্বাধীন বলে স্বীকৃতি দিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চুক্তি সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷ যার ফলে রাশিয়ার সেনা এই ইউক্রেনে বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলিেত এখন রাশিয়ার সেনার উপস্থিতির পথ খুলে গিয়েছে৷