যে কুমির তাকে তাড়া করেছিল তার নাম ক্যাসপার৷ তার নিজের নতুন এনক্লোজারে রোদ পোহাচ্ছিল ক্যাসপার৷ সে সময় রবার্ট গিয়েছিলেন ক্যাসপার কেমন আছে, সে বিষয়ে দেখভাল করতে৷ ক্যাসপারকে খাবার দিতে গিয়েছিলেন রবার্ট৷
কিন্তু তার খাবার দেওয়ার ধরন হয়তো পছন্দ হয়নি ক্যাসপারের৷ তাকে কী খাবার দেওয়া হয়েছে সেদিকে না তাকিয়ে রবার্টের পিছনে হাঁ মুখ করে তাড়া করে করালকুম্ভীর! সেই ঘটনার ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রবার্ট৷ রক্ত জল করা সেই ক্লিপিং এখন ঘুরছে নেটদুনিয়ায়৷
advertisement
আরও পড়ুন : কুম্ভীর বিভ্রাট! ৬ বছর ধরে গলায় আটকে থাকা টায়ার নিয়ে নদীযাপন, অবশেষে টায়ারমুক্তি কুমিরের
রবার্ট লিখেছেন, ‘‘আমাদের কুমিরের প্রাকৃতিক ও স্বাভাবিক আচরণ যেন বজায় থাকে, সেদিকে নজর রাখি আমরা৷ নিজেদের শিকারসত্তা বাঁচিয়ে রাখতে ভালবাসে সরীসৃপরাও৷ তাছাড়া আমরা কুমিরের সংরক্ষণ নিয়েও সকলকে শেখাতে পারি৷ কিন্তু আমাদের জন্য নিরাপত্তাও গুরুত্বপূর্ণ এবং আপনাকেও জানতে হবে কখন আপনার সাহায্য প্রয়োজন৷ ক্যাসপারের মতো শক্তিশালী ও দ্রুত কুমিরের সামনে তো সবাই অসহায়৷ সাহায্য নেওয়া ছাড়া উপায় নেই৷’’
আরও পড়ুন : মহাসাগরের স্বচ্ছ জলে তিমির সঙ্গে ডলফিনের যুগলনাচ, দেখুন ড্রোন ক্যামেরার অনবদ্য ভাইরাল ভিডিও
আরও পড়ুন : এই নকল কলাগাছই কি ভবিষ্যতে বিশ্বে দুর্ভিক্ষ আটকাবে?
অস্ট্রেলিয়ান জু-এর তরফে জানানো হয়েছে, বন্য পরিবেশে বড় হওয়া ক্যাসপার খুব কম বয়স থেকেই শিকার করতে অভ্যস্ত৷ পশুশালার ইতিহাসে ক্যাসপার অন্যতম আগ্রাসী ও ভয়ঙ্কর কুমির৷ রবার্টের বাবা প্রখ্যাত পশুপ্রেমী স্টিভ আরউইনও ছিলেন অত্যন্ত জনপ্রিয়৷ ২০০৬ সালে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ-এ তথ্যচিত্র শ্যুট করার সময় স্টিভ প্রাণ হারান স্টিং রে-এর আক্রমণে৷