ব্রিটিশ রাজধানীতে প্রাচ্যের রীতিপালনে এর আগেও ইতিমধ্যেই শামিল হয়েছেন নারায়ণ-জামাতা ৷ বৃহস্পতিবার লন্ডনের উপকণ্ঠে ওয়াটফোর্ডের কাছে লেচমোর হিথ গ্রামে তিনি গিয়েছিলেন ‘ভক্তিবেদান্ত ম্যানর’-এ ৷ সেখানে তিনি জন্মাষ্টমী উৎসব পালন করেন ৷ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করেন ৷ ভক্তিবেদান্ত ম্যানরের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দাবি, সুনক বলেছেন জীবনের কঠিন সময়ে লড়াই করার অনুপ্রেরণা তিনি পেয়েছেন শ্রীমৎ ভগবৎ গীতা থেকেই ৷
advertisement
প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের জন্ম ইংল্যান্ডে ৷ পঞ্জাবি পরিবারের সন্তান ঋষির বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন ৷ তাঁর মা একটি ওষুধের দোকান চালাতেন ৷ ইয়র্কসের রিচমন্ডের এমপি ঋষি সুনক বরাবর ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভালবাসা পেয়ে এসেছেন ৷ এর আগে ইংল্যান্ডে তিনি দীপাবলিও পালন করেছিলেন ৷ আলোর উৎসব পালনের তাঁর সেই ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে ৷ প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক তাঁর বাসভবনের বাইরে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ৷ কোনও ব্রিটিশ মন্ত্রী হিসেবে তিনিই প্রথম লন্ডনে বসে দীপাবলি পালন করেছেন ৷
আরও পড়ুন : কানাডায় বসবাস আরও সহজ! এই পদ্ধতি মেনে আবেদন করেই দেখুন না...
প্রাচীন রীতি রেওয়াজ পালনের পাশাপাশি আপাতত নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত সুনক ৷ ইংল্যান্ড জুড়ে টোরি সদস্যদের ভোট সংগ্রহের জন্য প্রচারপর্বে ব্যস্ত তিনি ৷ ভোটদান চলছে অনলাইন ও পোস্টাল ব্যালটে ৷ তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে আপাত ভাবে ঋষি সুনকের প্রতিদ্বন্দ্বী ফরেন সেক্রেটারি লিজ ট্রাস লড়াইয়ে এগিয়ে আছেন অনেকটাই ৷
আরও পড়ুন : জোরকদমে চলছে কাজ, বাংলাদেশবাসীর জন্য আগামী বছরই অত্যাধুনিক মেট্রোরেল পরিষেবা ঢাকায়
আগামী ২ সেপ্টেম্বর বিকেলে ভোটদানের এই প্রক্রিয়া সমাপ্ত হবে ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কে বরিস জনসনের উত্তরসূরি হয়ে ১০ ডাউনিং স্ট্রিটে যাচ্ছেন, তা নিশ্চিত হবে ৫ সেপ্টেম্বর ৷