TRENDING:

জন্মাষ্টমীর পর এ বার লন্ডনে ‘গৌ পূজা’ করলেন নারায়ণ-জামাতা ঋষি সুনক

Last Updated:

Rishi Sunak Performs Gau Puja : ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অন্যতম দাবিদার তথা পদপ্রার্থী ৪২ বছর বয়সি ঋষির সহধর্মিণী অক্ষতা হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
লন্ডন : ব্রিটিশ রাজধানীতে ‘গৌ পূজা’ করলেন ঋষি সুনক ৷ গোমাতাকে পুজো করার এই প্রাচীন রীতি পালনে মঙ্গলবার তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি (Rishi Sunak Performs Gau Puja) ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রিত্বের দৌড়ে অন্যতম দাবিদার তথা পদপ্রার্থী ৪২ বছর বয়সি ঋষির সহধর্মিণী অক্ষতা হলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির কন্যা ৷
গোমাতাকে পুজো করার এই প্রাচীন রীতি পালনে মঙ্গলবার তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি
গোমাতাকে পুজো করার এই প্রাচীন রীতি পালনে মঙ্গলবার তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী অক্ষতা মূর্তি
advertisement

ব্রিটিশ রাজধানীতে প্রাচ্যের রীতিপালনে এর আগেও ইতিমধ্যেই শামিল হয়েছেন নারায়ণ-জামাতা ৷ বৃহস্পতিবার লন্ডনের উপকণ্ঠে ওয়াটফোর্ডের কাছে লেচমোর হিথ গ্রামে তিনি গিয়েছিলেন ‘ভক্তিবেদান্ত ম্যানর’-এ ৷ সেখানে তিনি জন্মাষ্টমী উৎসব পালন করেন ৷ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রার্থনা করেন ৷ ভক্তিবেদান্ত ম্যানরের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে দাবি, সুনক বলেছেন জীবনের কঠিন সময়ে লড়াই করার অনুপ্রেরণা তিনি পেয়েছেন শ্রীমৎ ভগবৎ গীতা থেকেই ৷

advertisement

প্রসঙ্গত ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনকের জন্ম ইংল্যান্ডে ৷ পঞ্জাবি পরিবারের সন্তান ঋষির বাবা পেশায় একজন চিকিৎসক ছিলেন ৷ তাঁর মা একটি ওষুধের দোকান চালাতেন ৷ ইয়র্কসের রিচমন্ডের এমপি ঋষি সুনক বরাবর ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূতদের ভালবাসা পেয়ে এসেছেন ৷ এর আগে ইংল্যান্ডে তিনি দীপাবলিও পালন করেছিলেন ৷ আলোর উৎসব পালনের তাঁর সেই ছবি ছড়িয়ে পড়েছিল নেটমাধ্যমে ৷ প্রাক্তন ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনক তাঁর বাসভবনের বাইরে প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন ৷ কোনও ব্রিটিশ মন্ত্রী হিসেবে তিনিই প্রথম লন্ডনে বসে দীপাবলি পালন করেছেন ৷

advertisement

আরও পড়ুন : কানাডায় বসবাস আরও সহজ! এই পদ্ধতি মেনে আবেদন করেই দেখুন না...

advertisement

প্রাচীন রীতি রেওয়াজ পালনের পাশাপাশি আপাতত নিজের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও ব্যস্ত সুনক ৷ ইংল্যান্ড জুড়ে টোরি সদস্যদের ভোট সংগ্রহের জন্য প্রচারপর্বে ব্যস্ত তিনি ৷ ভোটদান চলছে অনলাইন ও পোস্টাল ব্যালটে ৷ তবে সাম্প্রতিক সমীক্ষা বলছে আপাত ভাবে ঋষি সুনকের প্রতিদ্বন্দ্বী ফরেন সেক্রেটারি লিজ ট্রাস লড়াইয়ে এগিয়ে আছেন অনেকটাই ৷

advertisement

আরও পড়ুন :  জোরকদমে চলছে কাজ, বাংলাদেশবাসীর জন্য আগামী বছরই অত্যাধুনিক মেট্রোরেল পরিষেবা ঢাকায়

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

আগামী ২ সেপ্টেম্বর বিকেলে ভোটদানের এই প্রক্রিয়া সমাপ্ত হবে ৷ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে কে বরিস জনসনের উত্তরসূরি হয়ে ১০ ডাউনিং স্ট্রিটে যাচ্ছেন, তা নিশ্চিত হবে ৫ সেপ্টেম্বর ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
জন্মাষ্টমীর পর এ বার লন্ডনে ‘গৌ পূজা’ করলেন নারায়ণ-জামাতা ঋষি সুনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল