TRENDING:

Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক

Last Updated:

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: বরিস জনসনের জায়গায় ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও একধাপ এগিয়ে গেলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক৷ তিনি ব্রিটেনের প্রাক্তন অর্থমন্ত্রী ছিলেন৷ প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির নেতা হওয়ার জন্য চলতে থাকা নির্বাচনী প্রক্রিয়ায় চতুর্থ রাউন্ডের শেষে ১১৮টি ভোট পেয়ে সবথেকে এগিয়ে রয়েছেন সুনকই৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আরও এগোলেন ভারতীয় বংশোদ্ভুত ঋষি সুনক৷
advertisement

কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচনের লড়াইয়ে তৃতীয় রাউন্ডের শেষে ১১৫টি ভোট পেয়েছিলেন ঋষি সুনক৷ চতুর্থ রাউন্ডের ভোটদানের শেষে আরও কিছুটা এগিয়ে গিয়েছেন তিনি৷ সুনকের নিকটতম প্রতিদ্বন্দ্বী বাণিজ্য মন্ত্রী পেনি মরডন্ট পেয়েছেন ৯২টি ভোট৷ বিদেশ সচিব লিজ ট্রাসের ঝুলিতে রয়েছে ৮৬টি ভোট৷

আরও পড়ুন: ৪০ ডিগ্রিতে বাকিংহাম প্রাসাদের সামনে রানির রক্ষীর জলপান, তাপপ্রবাহ ও চড়া গরমে নাভিশ্বাস ইংল্যান্ডের

advertisement

বুধবার চূড়ান্ত রাউন্ডের ভোটদান হবে৷ তার পর তিন প্রার্থীর মধ্যে কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে ভোট প্রাপ্তির নিরিখে প্রথম দু' জনকে বেছে নেওয়া হবে৷ কনজারভেটিভ প্রার্থীর মোট সাংসদের এক তৃতীয়াংশের সমর্থনই প্রায় পেয়ে গিয়েছেন সুনক৷ ফলে প্রধানমন্ত্রী হওয়ার চূড়ান্ত লড়াইয়ে যে তিনি থাকছেন, তা এক রকম নিশ্চিত৷

আরও পড়ুন: শ্রীলঙ্কার মতো সঙ্কট কি ভারতেও আসছে, সর্বদলীয় বৈঠকে মুখ খুললেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

advertisement

একের পর এক দুর্নীতি এবং মন্ত্রিসভার একাধিক সদস্য ইস্তফা দেওয়ার জেরে গত ৭ জুলাই পদত্যাগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তবে সুনক তাঁর চেয়ারে বসুন, তা একেবারেই চান না জনসন৷ ২০১৫ সালে প্রথমবার ব্রিটেনের সাংসদ নির্বাচিত হন সুনক৷ ইয়র্কশায়ারের রিচমন্ড এলাকা থেকে সাংসদ নির্বাচিত হন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর পর কনজারভেটিভ পার্টিতে তাঁর দ্রুত উত্থান ঘটে৷ ২০২০ সালে বরিস জনসন মন্ত্রিসভার অর্থমন্ত্রীর দায়িত্ব পান তিনি৷ ব্রিটেনে অর্থনৈতিক মন্দা শুরু হওয়ার পর দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সেখানকার কর্মীদের আর্থিক অনুদান দিয়ে জনপ্রিয়তার শিখরে পৌঁছন ভারতীয় বংশোদ্ভূত কনজারভেটিভ পার্টির এই নেতা৷ ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসলে শুধু ভারতীয় হিসেবে নয়, এশিয়ার মহাদেশের প্রথম কোনও প্রতিনিধি হিসেবে এই নজির গড়বেন ঋষি সুনক৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
Rishi Sunak: ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগোলেন আরও এক ধাপ, ইতিহাস সৃষ্টির অপেক্ষায় ঋষি সুনক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল