আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুসারে, মোট ৩৫৭ জন সংসদ সদস্যের মধ্যে এখনও পর্যন্ত ১৮০ জন সদস্যে প্রকাশ্যে ঘোষণা করেছেন, কাকে তাঁরা প্রধানমন্ত্রী পদের জন্য সমর্থন করবেন৷ এর মধ্যে ১৫৫ জন বলেছেন, তাঁরা সমর্থন করবেন সুনককে, আর বাকি ২৫ জন বলেছেন তাঁরা সমর্থন করবেন পেনি মরডান্টকে৷
আরও পড়ুন: প্রতি মাসে ১০০ টাকা ডোনেশন দিতে হবে পড়ুয়াদের, কর্নাটক সরকারের নিয়মে বিতর্ক
advertisement
আরও পড়ুন: সরযূ নদীর ঘাটে ১৮ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপোৎসবের সূচনা প্রধানমন্ত্রীর, আজ অযোধ্যা আলোকজ্জ্বল...
ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন৷ তাঁকে ৫০ জন সাংসদ সমর্থন করবেন বলেছিলেন, কিন্তু তিনি সরে দাঁড়ানোয় সেই হিসাব আর খাটছে না৷
কী ভাবে হবে এই নির্বাচন৷ সোমবার লন্ডনের স্থানীয় সময় বেলা দু’টোয় মনোনয়ন জমা দেওয়ার সময় শেষ হচ্ছে৷ এর পরবর্তী ধাপে কোনও প্রার্থীকে পৌঁছতে গেলে ১০০ জন টোরি সাংসদের সমর্থন লাগবে৷ ব্রিটেনের সংসদে মোট ৩৫৭ জন টোরি সদস্য রয়েছেন৷
এর পর যদি দেখা যায় একজনই ১০০-এর গণ্ডি পার হতে পারলেন, তা হলে তিনিই সরাসরি টোরি দলের নেতা ও পরবর্তী প্রধানমন্ত্রী হবেন৷ আর যদি দেখা যায় একাধিক প্রার্থী ১০০-এর গণ্ডি পেরিয়েছেন, তা হলে পরবর্তী ধাপে ভোটাভুটি হবে৷ তাতে যে জিতবেন, তিনি হবেন প্রধানমন্ত্রী৷