কুইন্সল্যান্ডের উত্তর অংশে লেকফিল্ড জাতীয় উদ্যানে দল বেঁধে মাছ ধরতে গিয়েছিলেন তাঁরা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মাছ ধরা শুরুর কিছু ক্ষণ পরই কেভিনকে টেনে নিয়ে যায় কুমির। তাঁর গলায় আর্ত চিৎকারের পরই ভারী কিছু জলে পড়ে যাওয়ার শব্দ পাওয়া যায়৷
পরবর্তীতে তাঁর সন্ধান শুরু করে রেঞ্জাররা রাইফেলের গুলিতে দু’টি কুমিরকে হত্যা করেন৷ জানা গিয়েছে কুমির দু’টির দৈর্ঘ্য ১৪ ফিট এবং ৯ ফিট৷ লেকফিল্ড জাতীয় উদ্যানের উচ্চ অংশে তাদের হত্যা করেন শিকারিরা৷ নিহত সরীসৃপদের পেট থেকে মানুষের শরীরে দেহাংশ পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে৷ যিনি মারা গিয়েছেন সেই ব্যক্তি কুইন্সল্যান্ড প্রদেশের লরা এলাকার বাসিন্দা৷ জনবিরল এই অংশে মাত্র ১৩০ জন থাকেন৷
advertisement
কুইন্সল্যান্ড স্টেট ওয়াইল্ডলাইফ আধিকারিক মাইকেল জয়েস জানিয়েছেন বন্যপ্রাণের কাছাকাছি পৌঁছলে সতর্ক থাকতে হবে মানুষকেই৷ তাঁর কথায় ‘‘এটা কুমিরপ্রধান দেশ৷ যদি আপনি জলে নামেন, বিশেষত কুইন্সল্যান্ড প্রদেশের মতো কোনও অঞ্চলে, তাহলে বিশেষভাবে সাবধানী হতেই হবে৷ কারণ কুইন্সল্যান্ড বিখ্যাত কুমির সংরক্ষণের জন্য৷ তাই ধরেই নিতে হবে জলে কুমির থাকবে৷’’