TRENDING:

যৌনতার ডোজে ঠাসা রেহামের আত্মজীবনী,চটে লাল ওয়াসিম আক্রম

Last Updated:

রেহাম খানের আত্মজীবনি এখনও মুক্তি পায়নি ৷ কিন্তু অনলাইনে ম্যানুস্ক্রিপ্ট বেরিয়ে যাওয়ার পরই চাঞ্চল্য গোটা দেশে ৷ বইয়ের শীর্ষক ‘রেহাম খান’ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ইসলামাবাদ: রেহাম খানের আত্মজীবনি এখনও মুক্তি পায়নি ৷ কিন্তু অনলাইনে ম্যানুস্ক্রিপ্ট বেরিয়ে যাওয়ার পরই চাঞ্চল্য গোটা দেশে ৷ বইয়ের শীর্ষক ‘রেহাম খান’ ৷
advertisement

বিভিন্ন বিস্ফোরক তথ্য নিজের বইয়ে লিখছেন রেহাম ৷ বাদ যাননি ওয়াসিম আক্রমও ৷ রেহাম খান জানিয়েছেন নিজের প্রয়াত স্ত্রী হুমা মুফতি, যিনি একজন সাইকোলজিস্ট ছিলেন ৷ ক্যান্সারে মৃত্যু হয় তাঁর ৷ আক্রম ও হুমার বন্ধন স্পেশাল ছিল এমনটাই জানা ছিল ৷

advertisement

কিন্তু এই সম্পর্ক নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন রেহাম ৷ রেহামের দাবি নিজের স্ত্রীকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত করতে দেখে যৌনসুখ চরিতার্থ করতেন ওয়াসিম আক্রম ৷ এই প্রসঙ্গে তিনি এক কৃষ্ণাঙ্গ যুবকের সঙ্গে আক্রমের স্ত্রী-র শয্যাসঙ্গিনী হওয়ার ঘটনার উদাহরণ দিয়েছেন ৷ ৪০২, ও ৫৭২ পৃষ্ঠায় এই ঘটনাগুলির বিবরণ দেওয়া হয়েছে ৷

advertisement

আরও পড়ুন - ইমরানের দ্বিতীয় ‘বউ’-এর বিরুদ্ধে মানহানির মামলা আনার হুমকি প্রথম স্ত্রী-র

এরপরেই চটেছেন সুইং সুলতান ওয়াসিম আক্রম ৷ ইতিমধ্যেই রেহামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন তিনি ৷

এদিকে শুধু এই ঘটনাই নয় রেহাম নিজের প্রাক্তন স্বামী ইমরান খান তেহরিক ই ইনসাফের দলে কিভাবে যৌনতার বিনিময়ে উন্নতির সিঁড়ি বেয়ে ওঠা যায় তা নিয়েও ব্যাখ্যা করেছেন ৷

advertisement

আরও পড়ুন -‘কম দামে খান মদ, তবে খান মেপে’, রাশিয়া বিশ্বকাপের ভাইরাল খবর

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর সঙ্গে ইমরান খানকে ‘মিস্টার ইউ টার্ন ’ বলে বর্ণনা করেছেন তিনি ৷ জানিয়েছেন ইমরান কীভাবে নিজের স্বার্থের কারণে রাজনীতিকে ব্যবহার করেছেন ৷

বাংলা খবর/ খবর/বিদেশ/
যৌনতার ডোজে ঠাসা রেহামের আত্মজীবনী,চটে লাল ওয়াসিম আক্রম