‘কম দামে খান মদ, তবে খান মেপে’, রাশিয়া বিশ্বকাপের ভাইরাল খবর

Last Updated:

বিশ্বকাপের বাজারে ফুটবল যত বিক্রি হয় তার চেয়েও বেশি বিক্রি হয় যৌনতা ৷ এর থেকে পিছনে নেই মদও ৷

#মস্কো: বিশ্বকাপের বাজারে ফুটবল যত বিক্রি হয় তার চেয়েও বেশি বিক্রি হয় যৌনতা ৷ এর থেকে পিছনে নেই মদও ৷
প্রতিবারই এই ধরণের বড় ইভেন্টকে কেন্দ্র করে বড় আকারের ব্যবসা করে নেয় দেশগুলি ৷ রোজগার হয় প্রচুর বিদেশি মুদ্রা ৷ এই সব কিছু কেন্দ্র করে সমস্ত ব্যবসায়িক সংস্থা বড় মুনাফার আশায় বসে থাকে ৷
advertisement
advertisement
তবে বেশি লাভ একেবারে না করে বেশি পর্যটক এনে তাদের থেকে বেশি লাভের ভাবনায় জোর দিচ্ছে রুশ প্রশাসন ৷ এরই জন্য তারা প্রায় সমস্ত কিছুর দাম বেঁধে দিয়েছে ৷ হোটেল যা পাওয়া যাচ্ছে তার বিজ্ঞাপনেও জোর দেওয়া হচ্ছে ‘কম দামে ভালো পরিষেবা’-র ওপর ৷
advertisement
শুধু হোটেলের ক্ষেত্রেই নয়, পানীয়ের ক্ষেত্রেও দর কম রাখার নির্দেশিকা রয়েছে ৷ এবারের বিয়ারের এক বোতলের জন্য দর হচ্ছে ১.৬৩ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ১৪৬. ৮০ টাকা ৷ এদিকে এই বিয়ারের জন্য ব্রাজিল বিশ্বকাপে খসাতে হত ৫ পাউন্ড যা প্রায় ৪৫০ টাকা ৷ এর চেয়েও বেশি দর ছিল ফ্রান্সে ইউরোর সময় ৷ তখন পিন্ট প্রতি বিয়ারের দাম ছিল ৫.৩৬ ইউরো অর্থাৎ প্রায় ৪৯০ টাকা ৷
advertisement
তবে কমে মিললেই বিয়ারপ্রেমীরা যে দেদার পান করতে পারবেন, তা অবশ্য হবে না ৷ কারণ স্টেডিয়াম বা শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পানের মাপের ওপর নির্দেশিকা থাকবে ৷ যাতে কোনও ভাবেই অশান্তি তৈরি না করতে পারেন ফুটবল হুলিগানরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
‘কম দামে খান মদ, তবে খান মেপে’, রাশিয়া বিশ্বকাপের ভাইরাল খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement