‘কম দামে খান মদ, তবে খান মেপে’, রাশিয়া বিশ্বকাপের ভাইরাল খবর
Last Updated:
বিশ্বকাপের বাজারে ফুটবল যত বিক্রি হয় তার চেয়েও বেশি বিক্রি হয় যৌনতা ৷ এর থেকে পিছনে নেই মদও ৷
#মস্কো: বিশ্বকাপের বাজারে ফুটবল যত বিক্রি হয় তার চেয়েও বেশি বিক্রি হয় যৌনতা ৷ এর থেকে পিছনে নেই মদও ৷
প্রতিবারই এই ধরণের বড় ইভেন্টকে কেন্দ্র করে বড় আকারের ব্যবসা করে নেয় দেশগুলি ৷ রোজগার হয় প্রচুর বিদেশি মুদ্রা ৷ এই সব কিছু কেন্দ্র করে সমস্ত ব্যবসায়িক সংস্থা বড় মুনাফার আশায় বসে থাকে ৷
advertisement
advertisement
তবে বেশি লাভ একেবারে না করে বেশি পর্যটক এনে তাদের থেকে বেশি লাভের ভাবনায় জোর দিচ্ছে রুশ প্রশাসন ৷ এরই জন্য তারা প্রায় সমস্ত কিছুর দাম বেঁধে দিয়েছে ৷ হোটেল যা পাওয়া যাচ্ছে তার বিজ্ঞাপনেও জোর দেওয়া হচ্ছে ‘কম দামে ভালো পরিষেবা’-র ওপর ৷
advertisement
শুধু হোটেলের ক্ষেত্রেই নয়, পানীয়ের ক্ষেত্রেও দর কম রাখার নির্দেশিকা রয়েছে ৷ এবারের বিয়ারের এক বোতলের জন্য দর হচ্ছে ১.৬৩ পাউন্ড যা ভারতীয় মুদ্রায় ১৪৬. ৮০ টাকা ৷ এদিকে এই বিয়ারের জন্য ব্রাজিল বিশ্বকাপে খসাতে হত ৫ পাউন্ড যা প্রায় ৪৫০ টাকা ৷ এর চেয়েও বেশি দর ছিল ফ্রান্সে ইউরোর সময় ৷ তখন পিন্ট প্রতি বিয়ারের দাম ছিল ৫.৩৬ ইউরো অর্থাৎ প্রায় ৪৯০ টাকা ৷
advertisement
তবে কমে মিললেই বিয়ারপ্রেমীরা যে দেদার পান করতে পারবেন, তা অবশ্য হবে না ৷ কারণ স্টেডিয়াম বা শহরের নিরাপত্তা নিশ্ছিদ্র করতে পানের মাপের ওপর নির্দেশিকা থাকবে ৷ যাতে কোনও ভাবেই অশান্তি তৈরি না করতে পারেন ফুটবল হুলিগানরা ৷
Location :
First Published :
June 07, 2018 6:44 PM IST