ইমরানের দ্বিতীয় ‘বউ’-এর বিরুদ্ধে মানহানির মামলা আনার হুমকি প্রথম স্ত্রী-র

Last Updated:
#লন্ডন : রেহাম খানের বই প্রকাশের আগে কাদা ছোঁড়াছুড়ি থামছেই না ৷ প্রাথমিকভাবে এই বই নিয়ে নানা মহল থেকে নানা মত আসছে ৷
আগেই এই বই প্রকাশের জন্য ইমরান খানের দ্বিতীয় স্ত্রী রেহাম খানকে নোটিশ পাঠিয়েছেন ওয়াসিম আক্রম ৷ আক্রমের প্রয়াত স্ত্রী-র সঙ্গে তাঁর যৌনজীবনের কথাও বইতে লিখেছেন রেহাম ৷ রেহাম লিখেছেন কিভাবে যৌন ফ্যান্টাসির জন্য ব্যবহার করতেন আক্রম ৷ এতেই বেজায় চটেছেন ওয়াসিম আক্রম ৷
Photo Courtesy - Jemima Goldsmith / Twitter Handle Photo Courtesy - Jemima Goldsmith / Twitter Handle
advertisement
advertisement
এই তালিকায় যুক্ত হতে চলেছেন ইমরান খানের প্রথম পত্নী জেমাইমা গোল্ডস্মিথ ৷ ইতিমধ্যেই তিনি রেহামকে হুমকি দিয়েছেন তিনি জানিয়েছেন ব্রিটেনে এই বই প্রকাশিত হলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করবেন তিনি ৷
জুলাইতে পাকিস্তানে সাধারণ নির্বাচন তার আগে এই বই প্রকাশ চাঞ্চল্য সৃষ্টি করেছে ৷ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে বিশাল প্রভাব ফেলতে চলেছে এই বই ৷ পাকিস্তানের তেহরিক –ই –হিন্দের প্রতিষ্ঠাতা ইমরান খান এই মুহূর্তে ধর্মীয় গুরু বুশরা মানেকার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ৷
advertisement
এর আগে ২০১৫ সালে ১০ মাসের একটা ছোট স্পেলে নিজের দ্বিতীয় স্ত্রী রেহাম খানের সঙ্গে ইনিংস খেলেছিলেন ইমরান খান ৷ সেই টিভি সঞ্চালিকার আত্মজীবনিই এখন পাকিস্তান কাঁপিয়ে দিচ্ছে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
ইমরানের দ্বিতীয় ‘বউ’-এর বিরুদ্ধে মানহানির মামলা আনার হুমকি প্রথম স্ত্রী-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement