TRENDING:

কফিনের উপরে সন্তানের লেখা চিঠি, শেষ যাত্রায় ব্রিটেন সম্রাজ্ঞী

Last Updated:

প্রয়াত রানি এলিজাবেথের ছেলে চার্লস, দুই নাতি উইলিয়াম ও হ্যারি সহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা মিলিত হয়েছেন  রানির শেষকৃত্যের জন্য৷ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া চলছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
# লন্ডন :  প্রয়াত রানি এলিজাবেথের ছেলে চার্লস, দুই নাতি উইলিয়াম ও হ্যারি সহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা মিলিত হয়েছেন  রানির শেষকৃত্যের জন্য৷ লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির অন্ত্যেষ্টিক্রিয়ার প্রক্রিয়া চলছে ৷ প্রয়াত রানির সৎকার দেখবার জন্য হাজার হাজার ব্রিটেনবাসী উপস্থিত হয়েছেন৷ রানির কফিনের সঙ্গে চলেছে এক বিরাট মিছিল৷
advertisement

শুধু মাত্র ব্রিটেনের নয়, রানিকে শেষ শ্রদ্ধা জানাতে হয়েছেন উপস্থিত সারা বিশ্বের বিশিষ্ট নেতারা৷ ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুও তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন৷ ভারত-সহ অন্যান্য দেশের অসংখ্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ব্রিটেনের রানিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছেন৷ বিশ্বের বহু রাজ পরিবারের সদস্যরাও উপস্থিত হয়েছেন ৷ আমেরিকার রাষ্ট্রপতি জো-বাইডেন ও অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স-সহ বহু দেশের নেতারাও উপস্থিত থেকেছেন৷

advertisement

আরও পড়ুন: রানি এলিজাবেথের মৃত্যুতে দেশজুড়ে জাতীয় শোক, ঘোষণা মোদি সরকারের

রানির পতাকা ঢাকা কফিন দেখতে লন্ডনের রাস্তায় ভিড় জমিয়েছেন অসংখ্য মানুষ৷ রানির কফিনের ওপর তাঁর রত্নখচিত মুকুটটি যত্ন করে রাখা হয়েছে৷ প্রয়াত রানিকে ১৪২ জন সশস্ত্র নাবিকের গাড়িতে তাঁকে নিয়ে আসা হবে৷ ঘোড়া খুব প্রিয় ছিল রানির৷ ঘোড়দৌড়ে অংশ নিত তাঁর ঘোড়াগুলি৷ তাই রানি দ্বিতীয় এলিজাবেথের কফিন শোভাযাত্রার নেতৃত্বে ছিল রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের চারটি ঘোড়া ৷ রানির প্রয়াণের পর তাঁর ছেলে ব্রিটেনের রাজা হয়েছেন৷  ছেলে তৃতীয় চার্লস মায়ের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন৷ সন্তানের সেই বার্তা শায়িত রয়েছে কফিনের উপরে৷ হাজার হাজার মানুষের মিছিল থাকা সত্ত্বেও ব্রিটেনের রাস্তার নিরবতা জানান দিচ্ছিল ব্রিটেনবাসীর শোক৷

advertisement

আরও পড়ুন: কাপে ডুবিয়ে চা খেয়েছিলেন রানি, সেই টি ব্যাগ অনলাইনে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বলমোরাল প্রাসাদে প্রয়াত হন ৯৬ বছরের রানি। ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময়, ৭০ বছর ধরে সিংহাসন অলঙ্কৃত ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ৷ তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে গত ১১ সেপ্টেম্বর ভারতে জাতীয় শোক পালিত হয়েছে৷ গত অক্টোবর থেকেই বার্ধক্য জনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন রানি৷ স্বামী প্রিন্স ফিলিপের পাশেই উইন্ডসর ক্যাসেলের একটি ছোট্ট মাঠে রানি দ্বিতীয় এলিজাবেথকে সমাধিস্থ করা হবে৷ সূত্রের খবর অনুযায়ী, রাজপরিবারের সমস্ত প্রাচীন প্রথা মেনেই সমাধিস্থ করা হবে রানিকে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিদেশ/
কফিনের উপরে সন্তানের লেখা চিঠি, শেষ যাত্রায় ব্রিটেন সম্রাজ্ঞী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল